বামেদের লালবাজার অভিযান: পুলিসের বেপরোয়া লাঠি, রক্তাক্ত কর্মী সমর্থকরা, অভিযানের পুরোভাগে সেই ভেটেরেন ব্রিগেড

সিপিএমের লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার। বাম কর্মী সমর্থকদের ওপর বেপরোয়া লাঠি চালায় পুলিস। ধর্মতলা ও বেন্টিঙ্ক স্ট্রিটে বাম কর্মীরা পুলিসি ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। পরপর তিনটি ব্যারিকেড ভেঙে পড়ায় পুলিসের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। বেন্টিঙ্ক স্ট্রিট ও গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে বেপরোয়া লাঠি চালায় পুলিস। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য  দীপক দাশগুপ্ত গুরুতর জখম হন। এমনকী মেট্রো স্টেশনে ঢুকেও বিক্ষোভকারীদের ওপর লাঠি চালায় পুলিস। ধস্তাধস্তির মাঝে পড়ে  অসুস্থ হয়ে পড়েন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Updated By: Oct 1, 2015, 10:48 PM IST
বামেদের লালবাজার অভিযান: পুলিসের বেপরোয়া লাঠি, রক্তাক্ত কর্মী সমর্থকরা, অভিযানের পুরোভাগে সেই ভেটেরেন ব্রিগেড

ব্যুরো: সিপিএমের লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার। বাম কর্মী সমর্থকদের ওপর বেপরোয়া লাঠি চালায় পুলিস। ধর্মতলা ও বেন্টিঙ্ক স্ট্রিটে বাম কর্মীরা পুলিসি ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। পরপর তিনটি ব্যারিকেড ভেঙে পড়ায় পুলিসের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। বেন্টিঙ্ক স্ট্রিট ও গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে বেপরোয়া লাঠি চালায় পুলিস। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য  দীপক দাশগুপ্ত গুরুতর জখম হন। এমনকী মেট্রো স্টেশনে ঢুকেও বিক্ষোভকারীদের ওপর লাঠি চালায় পুলিস। ধস্তাধস্তির মাঝে পড়ে  অসুস্থ হয়ে পড়েন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

নবান্ন অভিযানের পর আবার রাজপথে লালঝান্ডার দাপট। এবার  মিশন লালবাজার। এবারের অভিযানেও বাম কর্মী সমর্থকদের পুরোভাগে সিপিএমের সেই ভেটারেন ব্রিগেড।

পরপর ব্যারিকেড ভেঙে এগিয়ে চলল মিছিল। টার্গেট লালবাজার। আর ঠিক তখনই লাঠি হাতে ঝাঁপিয়ে পডড়ল পুলিস।

সাতাশে অগাস্টের পর আবার! নবান্ন অভিযানের মতোই ফের পুলিসের নিশানায় বামেরা। মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে সেদিন  জখম হন বিমান বসু। বৃহস্পতিবার লালবাজার অভিযানের মিছিলের ফোরফ্রণ্টেও হাজির সিপিএমের সেই ভেটারেন ব্রিগেড। 

আচমকাই মিছিলে বেপরোয়া লাঠি  পুলিসের। বামফ্রণ্ট চেয়ারম্যান তবু অবিচল।  অসুস্থ হয়ে পড়েও আবার ফিরে এলেন আন্দোলন অবস্থানে। 

বেন্টিঙ্ক স্ট্রিট ছাড়িয়ে গনেশচন্দ্র অ্যাভিনিউ। বেপরোয়া লাঠির ঘায়ে পরপর লুটিয়ে পড়লেন বাম কর্মীরা। রেহাই পেলেন না সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক দাশগুপ্তও।

লাঠির ঘায়ে জখমের সংখ্যা তখন লাফিয়ে বাড়ছে। প্রতিবাদে অবস্থানে বাম ব্রিগেড। সেখানেও হাজির সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে দলের প্রথম সারির নেতারা।

নবান্ন অভিযান অক্সিজেন জুগিয়েছিল বাম শিবিরে। সামনে দাঁড়িয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়ে ঢিলেমির অভিযোগ সেদিনই খারিজ করে দেয় বামেদের ভেটারেন ব্রিগেড। লালবাজার অভিযানে ফের সেই প্রবীণ ব্রিগেডই ইন অ্যাকশন। কাল বাদ পরশু বিধাননগর, আসানসোলে পুরভোট। ঠিক তার আগে
ভেটারেন ব্রিগেডের নেতৃত্বে  বৃহস্পতিবারের জঙ্গি মেজাজের  মিছিল নিঃসন্দেহে চাঙা করল বাম কর্মীদের।

.