বিতর্কে বইমেলা
এবারও বিতর্ক পিছু ছাড়ল না কলকাতা বইমেলার। মিলন মেলা প্রাঙ্গনে বইয়ের স্টলের সংখ্যা কমে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ পুস্তক বিক্রেতা, প্রকাশকরা। অভিযোগ, বইয়ের স্টলের জায়গা কমিয়ে এবারের মেলার মূল প্রাঙ্গণে জায়গা দেওয়া হয়েছে একাধিক বেসরকারি ব্যবসায়িক সংস্থাকে। অভিযোগ স্বীকার করে নিয়েই বইমেলা কর্তৃপক্ষের দাবি, বাড়তি লাভের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এবারও বিতর্ক পিছু ছাড়ল না কলকাতা বইমেলার। মিলন মেলা প্রাঙ্গনে বইয়ের স্টলের সংখ্যা কমে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ পুস্তক বিক্রেতা, প্রকাশকরা। অভিযোগ, বইয়ের স্টলের জায়গা কমিয়ে এবারের মেলার মূল প্রাঙ্গণে জায়গা দেওয়া হয়েছে একাধিক বেসরকারি ব্যবসায়িক সংস্থাকে। অভিযোগ স্বীকার করে নিয়েই বইমেলা কর্তৃপক্ষের দাবি, বাড়তি লাভের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এবছর বইমেলায় বিভিন্ন ছোটছোট প্রকাশনা সংস্থার ৪০টি স্টল বাদ দিয়েছেন গিল্ডকর্তারা। মূল মেলা প্রাঙ্গণে যে ৭৮২টি স্টল হয়েছে তার মধ্যে প্রায় ২৫টি স্টলের সঙ্গে বইয়ের কোনও যোগই নেই। এর মধ্যে রয়েছে ব্যাঙ্ক, হাসপাতাল, বা ট্যাঁকশালের স্টল। বইমেলা প্রাঙ্গণেই জায়গা পেয়েছে একাধিক বেসরকারি ব্যবসায়িক সংস্থার স্টলও। পৃথক ফুড কোর্ট থাকা সত্ত্বেও মূল মেলা প্রাঙ্গনেই জায়গা পেয়েছে ক্যাটারিং সংস্থাও। গিল্ডের যুক্তি, বাড়তি লাভের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।