আবার নামতে চলেছে তামাত্রার পারদ

ঝকঝকে আকাশ আর উত্তুরে হাওয়ার যুগলবন্দিতে ফের শহর কলকাতার দখল নিল শীত। প্রাণ ফিরে পেল সোয়েটার, মাফলার, চাদর-সহ যাবতীয় শীতবস্ত্র। কনকনে ঠাণ্ডা উত্তুরে বাতাস ঢুকছে রাজ্যে। এর ফলে নামছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী চব্বিশ ঘণ্টায় তামাত্রা আরও নামবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Updated By: Jan 31, 2012, 11:55 AM IST

ঝকঝকে আকাশ আর উত্তুরে হাওয়ার যুগলবন্দিতে ফের শহর কলকাতার দখল নিল শীত। প্রাণ ফিরে পেল সোয়েটার, মাফলার, চাদর-সহ যাবতীয় শীতবস্ত্র। কনকনে ঠাণ্ডা উত্তুরে বাতাস ঢুকছে রাজ্যে। এর ফলে নামছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী চব্বিশ ঘণ্টায় তামাত্রা আরও নামবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

.