তৃণমূল নেত্রীর মৃতুতে সিবিআইয়ের আবদার বিজেপির
গত মাসের এগারো তারিখ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ফরজানা আলমের। তারপর থেকেই মৃত্যুকে ঘিরে শুরু হয় বিতর্ক। ঠিক কি কারণে মৃত্যু হয়েছিল? সেই মৃত্যু কি স্বাভাবিক ছিল? নাকি তিরিশে এপ্রিলের মারধরে চোট পেয়ে আখেরে হৃদরোগেই মারা যান পঁয়ষট্টি বছরের ফরজানা আলম?
ওয়েব ডেস্ক: গত মাসের এগারো তারিখ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ফরজানা আলমের। তারপর থেকেই মৃত্যুকে ঘিরে শুরু হয় বিতর্ক। ঠিক কি কারণে মৃত্যু হয়েছিল? সেই মৃত্যু কি স্বাভাবিক ছিল? নাকি তিরিশে এপ্রিলের মারধরে চোট পেয়ে আখেরে হৃদরোগেই মারা যান পঁয়ষট্টি বছরের ফরজানা আলম?
বিজেপি প্রতিনিধি দল, নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। তাঁরা এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে সিবিআই তদন্তের দাবি তুলবেন। সেসব প্রশ্নের উত্তর খুঁজতে তাই এবার সিবিআই তদন্তের দাবি জানাবে রাজ্য বিজেপি।