দলের ঝগড়ার খবর কে পাঁচ কান করছে? 'বিভীষণ' খুঁজতে নামল BJP

অঞ্জন রায়

Reported By: অঞ্জন রায় | Updated By: Sep 12, 2020, 09:51 PM IST
দলের ঝগড়ার খবর কে পাঁচ কান করছে? 'বিভীষণ' খুঁজতে নামল BJP

অঞ্জন রায়

 একুশের আগে 'ঘর শত্রু বিভীষণ' খোঁজার প্রক্রিয়া শুরু করল রাজ্য বিজেপি (West Bengal BJP)। রাজ্যের কর্মসমিতির বৈঠকে শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উদ্দেশ্য, দলের খবর কারা বাইরে পাচার করছে, তার হদিশ করা। 

বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে এক সাধারণ সম্পাদক অভিযোগ করেন, মিডিয়ার একটা অংশ দলকে হেয় করছে। তাদের খবর পাচার করছে দলেরই লোক। ওই অভিযোগের পরই শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের প্রস্তাব ওঠে। ওই কমিটি আগেও ছিল। এবার শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। দলের মধ্যে থাকা 'মীরজাফর'দের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেবে ওই কমিটি।   

কেন আচমকা খবর চাপার কথা ভাবতে হল রাজ্য বিজেপিকে? তার জবাব পেতে নজর দিতে হবে সাম্প্রতিক ঘটনাক্রমের দিকে। দিল্লির বৈঠকে দিলীপ ঘোষের ইস্তফা দেওয়া থেকে শুরু করে মুকুলের সঙ্গ বিবাদ- সবই চলে এসেছে সংবাদমাধ্যমের হাতে। বিজেপির অন্দরের কোন্দল হাটেবাজারে আসায় অস্বস্তি পড়েছে দল। এমনকি গেরুয়া শিবিরে শোভন-বৈশাখী পর্বও জনসমক্ষে চলে এসেছে। ২০২১ সালে বিধানসভা ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি। এমতাবস্থায় যেভাবে নেতৃত্বের মধ্যে সংঘাত ও গোপন কথা বাইরে চলে আসছে, তা স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। এক বিজেপি নেতার কথায়,''ঘর শত্রু বিভীষণ'কে দিয়ে লঙ্কায় রাবণরাজের অবসান করেছিলেন রাম।  সে কারণেই অতিরিক্ত সতর্ক হতে হচ্ছে।" তবে প্রশ্ন হল, স্মার্টফোনের জমানায় আদৌ কি 'বিভীষণ''দের ঠেকানো যাবে? 

আরও পড়ুন- বালিগঞ্জে ডেভিস হেয়ার ক্যাম্পাসে বেপরোয়া ভাঙচুর, অন্তর্ঘাত নাকি অন্য কিছু?    

.