রাজ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু বিজেপির; ৪২ আসনের জন্য নিযুক্ত 'হেডমাস্টার'
ওয়েব ডেস্ক : ২ বছর বাকি থাকতে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। রাজ্যের ৪২টি আসনের জন্য হেডমাস্টার ঠিক করে দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। এই হেডমাস্টাররাই এ সমস্ত কেন্দ্রগুলিতে যাবতীয় নার্সিং করবেন।
এক নজরে দেখে নেওয়া যাক কারা কোন এলাকার দায়িত্বে রয়েছেন-
- বোলপুর ও যাদবপুর লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে রূপা গাঙ্গুলিকে
- উলুবেড়িয়া কেন্দ্রের দায়িত্বে জর্জ বেকার
- মথুরাপুর, হুগলি, রানাঘাট লোকসভা কেন্দ্রের দায়িত্ব সামলাবেন শমীক ভট্টাচার্য
- ডায়মন্ডহারবার, রায়গঞ্জ, ঝাড়গ্রাম কেন্দ্রের দায়িত্বে থাকছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
- কাঁথি, জয়নগর, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের দায়িত্বে থাকবেন রাহুল সিনহা
- কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, বীরভূমের দায়িত্বে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়
- কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা থাকবেন বারাকপুর, কৃষ্ণনগর, দমদম কেন্দ্রের দায়িত্বে
- কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘাওয়ালকে দেওয়া হয়েছে পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর কেন্দ্রের দায়িত্ব
এই আসনগুলিতে ২ বছর ধরে নার্সিং করবেন এই নেতারাই। এই নেতাদের মূল কাজই হবে এলাকার পুলিস, প্রশাসন, রাস্তাঘাট, মানুষের সঙ্গে পরিচিত হওয়া ও প্রয়োজনে সেখানে সভা-সমিতি করা। সংশ্লিষ্ট কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীর নামও সুপারিশ করবেন এই নেতারা।
মোদী জামানায় যেখানে যেখানে বিজেপি ভালো করেছিল, ২০১৯-এর লোকসভায় সেই সমস্ত এলাকায় ফলাফল খারাপের সম্ভাবনা রয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গোপনে এমনই রিপোর্ট জমা পড়েছে। তাই পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলকে পাখির চোখ করেছেন মোদী-অমিত শাহ। ১০ সেপ্টেম্বর ৩ দিনের রাজ্য সফরে আসছেন অমিত শাহ। এই ৪২টি কেন্দ্রের হেড মাস্টারদের নিয়ে প্রথম দফার বৈঠক সারবেন তিনি। আর্থিক দিক থেকে যা যা দরকার, সব দেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
আরও পড়ুন- পুজোর আগে রাজ্যে আসছেন অমিত শাহ