JP Nadda: শাহের পর এবার দু'দিনের রাজ্য সফরে জেপি নাড্ডা

গত মাসেই রাজ্য সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির 'চাণক্য' অমিত শাহ (Amit Shah)। শোনা যাচ্ছে জুনের শেষে বা জুলাই মাসে ফের তিনি আসতে পারেন। 

Updated By: Jun 6, 2022, 02:37 PM IST
JP Nadda: শাহের পর এবার দু'দিনের রাজ্য সফরে জেপি নাড্ডা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: দল ছেড়েছেন অর্জুন সিং। আরও বেশ কয়েকজন নেতার দল ছাড়ার আশঙ্কা রয়েছে। রাজ্য বিজেপির অন্দরে ডামাডোল পরিস্থিতি। এই অবস্থায় পশ্চিমবঙ্গে আসছেন জেপি নাড্ডা (JP Nadda)। দু'দিনের রাজ্য সফরে আসবেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি। 

জানা গিয়েছে, ৭ জুন সন্ধেবেলা কলকাতায় আসবেন তিনি। ৮ এবং ৯ জুন রাজ্য থাকবেন। বিজেপি সূত্রে খবর, নাড্ডার (JP Nadda) এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। যেমন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে একান্তে কথা বলবেন তিনি। তেমনই তাঁদের ক্ষোভ-বিক্ষোভের কারণ শুনবেন। কেন এ রাজ্য দলের সংগঠনের বেহাল অবস্থা? কোন কৌশলে তৃণমূলের সঙ্গে এঁটে ওঠা যাবে? ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তিনি।

গত মাসেই রাজ্য সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির 'চাণক্য' অমিত শাহ (Amit Shah)। শোনা যাচ্ছে জুনের শেষে বা জুলাই মাসে ফের তিনি আসতে পারেন। শাহের বঙ্গ সফরের পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন অর্জুন সিং (Arjun Singh)। দলত্যাগের কারণ হিসেবে রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছিলেন বারাকপুরের সাংসদ। সূত্রের খবর, ২০২৪-এর লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির ভেঙে পড়া সংগঠনকে চাঙ্গা করতে, মোক্ষম দাওয়াই দিতে চাইছে শীর্ষ নেতৃত্ব। সেজন্যই শাহ-নাড্ডাদের এই ঘনঘন রাজ্য সফর। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.