রেল বাজেটে মমতার `বঞ্চনা`র জবাবে উল্টে তাঁকেই দুষছে রাজ্য বিজেপি

রেলবাজেটে বাংলার বঞ্চনাকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন উঠছে, এই বাজেট কি বিড়ম্বনা বাড়াল রাজ্য বিজেপির? রাজ্য বিজেপি অবশ্য বঞ্চনার অভিযোগ মানতে নারাজ। রেলের বর্তমান অবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাঁরা দুষছেন।

Updated By: Jul 9, 2014, 11:43 PM IST

রেলবাজেটে বাংলার বঞ্চনাকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন উঠছে, এই বাজেট কি বিড়ম্বনা বাড়াল রাজ্য বিজেপির? রাজ্য বিজেপি অবশ্য বঞ্চনার অভিযোগ মানতে নারাজ। রেলের বর্তমান অবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাঁরা দুষছেন।

এবারের রেল বাজেটে রাজ্যের ভাগে পড়েছে মাত্র দুটি নতুন ট্রেন। বাতিল হয়ে গেছে ১২টি রেল প্রকল্প। যার মধ্যে রয়েছে কাঁচরাপাড়া ও সিঙ্গুরের রেল কারখানা, কুলটিতে রেলের ওয়াগান কারখানা। যে সমস্ত প্রকল্পের কাজ শুরু হয়েছিল সেগুলির জন্য সামান্য কিছু টাকা বরাদ্দ হয়েছে। সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় একশোটিরও বেশি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। রাজ্যের প্রতি এই বঞ্চনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে যথেষ্ট ভাল ফল করেছিল। দুটি আসনে জয়ী হওয়া ছাড়াও বেশকিছু আসনে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। এই অবস্থায় বিজেপি নেতৃত্ব আশা করেছিলেন আগামি বিধানসভা নির্বাচনে তারা রাজ্যে সরকার গড়তে সক্ষম হবেন। কিন্তু মোদি সরকারের প্রথম রেলবাজেটেই কার্যত হতাশ হয়ে পড়লেন সাধারণ মানুষ।

তবে বিজেপি নেতা তথাগত রায় অবশ্য মনে করছেন না রেল বাজেটের প্রভাব বিধানসভা নির্বাচনে পড়বে। রেল যে আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে চলেছে তার জন্য প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুষেছেন তিনি।

.