ধর্মতলায় অমিত শাহর সভার অনুমতি দিল হাইকোর্ট
আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। রবিবার ধর্মতলায় বিজেপিকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তিনজন স্পেশাল অফিসারকে নিয়োগ করেছে আদালত। তাঁদেরই তদারকিতে তৈরি হবে মঞ্চ।
কলকাতা: আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। রবিবার ধর্মতলায় বিজেপিকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তিনজন স্পেশাল অফিসারকে নিয়োগ করেছে আদালত। তাঁদেরই তদারকিতে তৈরি হবে মঞ্চ।
কলকাতা পুরসভা, পুলিস ও দমকলের তিনজন আধিকারিককে স্পেশাল অফিসার নিয়োগ করেছে আদালত। প্রথম থেকেই এই সভার অনুমতি নিয়ে টালবাহলা করছিল পুরসভা। এ নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি।
দুপুর দুটোয় মামলার শুনানি হয়। আজ আবেদন করতে গেলে বিচারপতি দেবাংশু বসাক বিজেপির আইনজীবীর কাছে জানতে চান, এই সভা কোনও জরুরী ভিত্তিতে নয়, তাই সভা পিছনো যায় কিনা। বিজেপির আইনজীবী জানান, সাত মাস আগে থেকে তাঁরা সভা করার অনুমতি চেয়েছিলেন। সব প্রস্তুতিও প্রায় শেষ। পুরসভা ও দমকলের শর্ত মানতেও তাঁরা তৈরি।