Khela Divas: ‘দিলীপ দা তৃণমূলের খেলা হবে দিবসের সমর্থনে খেলেছেন', দিলীপকে কটাক্ষ ফিরহাদের

প্রাতঃভ্রমণে এসে ফুটবলে মজলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Updated By: Aug 16, 2021, 04:07 PM IST
Khela Divas: ‘দিলীপ দা তৃণমূলের খেলা হবে দিবসের সমর্থনে খেলেছেন', দিলীপকে কটাক্ষ ফিরহাদের

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শুরুতেই প্রাতঃভ্রমণে এসে ফুটবলে মজলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন খেলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ১৫ অগাস্ট ছোট বেলা থেকে ফুটবল খেলে আসছি। খোলা মাঠে কাদার ওপরে কখনও বাতাবি লেবু কখনও প্লাস্টিক দিয়ে বল বেঁধে খেলতাম।

দিলীপ ঘোষের আফসোস, ''এখন তো খেলা ধুলো উঠে গেছে। কিন্তু এরা খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় নিয়ে গেছে। সিন্ডিকেট ও কাটমানির খেলায় নিয়ে গেছে। আমরা চাই ফুটবল ফিরে আসুক। ফুটবলের খেলা হোক। আমাদের নতুন ছেলে- পুলে যুবক -যুবতীরা খেলাধুলা করে শরীর স্বাস্থ্য ঠিক করুক।'' 

আরও পড়ুন, TMC: অসম তৃণমূলের প্রধান পদে বসতে চলেছেন Sushmita Dev! কংগ্রেস ছাড়ার পরই জল্পনা

তিনি আরও বলেন, ''বাংলা দেশের সম্মান বৃদ্ধি করুক, সেই জন্য আজ আমরা ফুটবল খেলছি, গতকাল ক্রিকেট খেলেছি। কিছু না কিছু রোজ করি আমরা। আমাদের সঙ্গে যুবকরা আসেন তারাও খুব  উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছেন। ওখানে কুশল বিনিময় হলেও মত বিনিময়ের জায়গা নেই।''

এদিন তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি নেতার বক্তব্য, পাঁচ বছর ধরে দেখে আসছেন কে, কোথায় গোল মারে। তিনি বলেন, ''বাকিরা ডায়লগ দেয় আমি গোল দিই। খেলা তো সব জায়গায় শুরু হয়ে গিয়েছে। ত্রিপুরাতেও খেলা শুরু হয়ে গিয়েছে। ওরা শুরু করার আগেই। ওখানে গিয়ে খুব কান্নাকাটি করছে, বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে গিয়েছে। তাদের কেন নিয়ে যায়? কান্নাকাটি করছে, কেউ বলছে সুইসাইড করব, কেউ আবার বলছে রাস্তায় শুয়ে থাকব। দুটো ঢিল মেরেছে তাতেই বিপ্লব শেষ।'' 

দিলীপের এই ফুটবল খেলা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘দিলীপ দা তৃণমূলের খেলা হবে দিবসে সমর্থন করে খেলেছেন। এটা খুব ভালো কথা। সকালবেলা ফুটবল খেলে উদ্বোধন করে দিয়েছেন।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.