'আগেও হুঙ্কার দিয়েছেন, কিছু যায় আসে না', অভিষেকের সভা নিয়ে দিলীপের 'ডোন্ট কেয়ার'

রাজ্য রাজনীতিতে আজ মেগা শনিবার। কাঁথিতে শুভেন্দুর পাড়ায় অভিষেক। পাল্টা ডায়মন্ডহারবারে শুভেন্দু। শান্তিনিকেতন বনাম শান্তিকুঞ্জের দ্বৈরথে শীতের বাংলায় তুঙ্গে রাজনীতির পারদ।    

Updated By: Dec 3, 2022, 08:30 AM IST
'আগেও হুঙ্কার দিয়েছেন, কিছু যায় আসে না', অভিষেকের সভা নিয়ে দিলীপের 'ডোন্ট কেয়ার'
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য রাজনীতিতে আজ মেগা শনিবার। শীতের বাংলায় চড়ছে রাজনীতির পারদ। অভিষেকের গড়ে শুভেন্দুর সভা। পাল্টা শুভেন্দুর খাসতালুকে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শান্তিনিকেতন বনাম শান্তিকুঞ্জের দ্বৈরথে শীতের বাংলায় তুঙ্গে রাজনীতির পারদ। তার মধ্যেই নিজস্ব ভঙ্গিতে এ বিষয়ে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এর আগেও অভিষেক-মমতা প্রসঙ্গে বহু কটাক্ষ করেছেন তিনি। কিন্তু এদিন অভিষেকের সভাকে কোনও গুরুত্ব দিতেই নারাজ বিজেপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারে কেউ ভয় পায় না বলেই দাবি দিলীপ বাবুর। 

আরও পড়ুন, Suvendu Adhikari, Abhishek Banerjee: অভিষেকের গড়ে শুভেন্দুর সভাকে অনুমতি, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পলিটিক্যাল ডার্বি

তাঁর বক্তব্য, 'অভিষেক আগেও হুঙ্কার দিয়েছেন। তাতে কিছু যায় আসে না। উনি আমাদের নেতার বাড়ির সামনে সভা করছেন। অনুমতি আছে কিনা জানি না। পুলিস প্রোটেকশন দিচ্ছে। আর আমরা আদালতের অনুমতি নিয়ে সভা করছি। সেখানে গা জোয়ারি করা হচ্ছে। মানুষ সবটাই দেখছে।' আগের দিনও অভিষেকের কাঁথির যাওয়া প্রসঙ্গে খানিকটা ব্যঙ্গ করেই দিলীপ ঘোষ বলেন, 'জানিনা কেন যাচ্ছে? ওদের আর কোনও ইস্যু নেই। কাউকে আটকাতে পারছেন না। তাই আমাদের নেতার বাড়ির সামনে সভা করে উৎপাত করা ছাড়া আর কিছু করার নেই। এত মারপিট নিজের দলে, অন্যের বাড়ির সামনে গিয়ে লাভ কি? আগে ঘর সামলান।'

শনিবার সভার আগে ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দুর সভায় ভাঙচুরের অভিযোগ ওঠে। গোটা ঘটনায় ডায়মন্ডহারবার পুলিস সুপারকে চিঠি দেয় বিজেপি। বিজেপির তরফে একটি ভিডিয়ো-ও পোস্ট করা হয়েছে। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও সভা বানচাল করার চেষ্টা করা হচ্ছে বলে তোপ দাগেন শুভেন্দু। এ বিষয়েই দিলীপ ঘোষ বলেন, 'এটা নতুন কিছু না। আমি বিগত সাত বছর ধরে এ জিনিস দেখে আসছি। হয় সভা করতে দেওয়া হয় না। নয় সবকিছু ভেঙে দেওয়া হয়। এরা বলে মুক্ত গণতন্ত্র। শান্তিপূর্ণ ভোট। এসব ডায়লগ শুনি। বাস্তবে বোঝা যায় পরিস্থিতি কি! ওরা বাঁচার জন্য শক্তি, গুন্ডামির আশ্রয় নেয়।' 

এমনকী ট্রাফিক জরিমানার কবলেও পড়েন শুভেন্দু অধিকারী। যদিও দিলীপের কটাক্ষ, 'এইভাবে আটকানোর চেষ্টা চলছে। পুলিস দিয়ে। যে দলের লোকেরা আইন মানে না। যে দলের নেতারা বেআইনিভাবে লালবাতি ব্যবহার করে। তারা বিরোধী দলনেতাকে ডাইরেক্ট ফাইন করে দিচ্ছে। সারা দেশ ও দুনিয়া দেখছে এখানে কি চলছে।'

আরও পড়ুন, 'আমাদের নেতার বাড়ির সামনে উৎপাত করা ছাড়া কিছু করার নেই', কাঁথিতে অভিষেকের সভা প্রসঙ্গে দিলীপ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.