প্রভাবশালীদেরও গ্রেফতার করতে হবে: Jay Prakash, মাথাটা কবে ধরবেন? প্রশ্ন Sujan-র

রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার শুভ্রা কুণ্ডু।

Updated By: Jan 15, 2021, 05:43 PM IST
প্রভাবশালীদেরও গ্রেফতার করতে হবে: Jay Prakash, মাথাটা কবে ধরবেন? প্রশ্ন Sujan-র

নিজস্ব প্রতিবেদন: 'প্রভাবশালীদেরও গ্রেফতার করতে হবে। দোষীরা যেন শাস্তি পায়।' রোজভ্যালিকাণ্ডে শুভ্রা কুণ্ডুর গ্রেফতারি নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Mazumder)। 'ভোটের আগেই কেন অ্যারেস্টগুলি হয়?' প্রশ্ন তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। 

উল্লেখ্য, চিটফান্ড কাণ্ডে রোজভ্যালিকর্তা গৌতম কুণ্ডুকে আগেই গ্রেফতার করেছে সিবিআই (CBI)। সন্দেহের তালিকায় ছিলেন স্ত্রী শুভ্রা কুণ্ডুও। অবশেষে তাঁকে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, গৌতম কুন্ডু গ্রেফতার হওয়ার পর রোজভ্যালি বিপুল অঙ্কের টাকা পাচার করেছে শুভ্রা। টাকা সরিয়েছে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট-সহ বিভিন্ন জায়গায়। বাদ যায়নি রোজভ্যালির গয়নার দোকান অদ্রিজাও। জেরায় আর্থিক অসঙ্গতি সম্পর্কিত যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন শুভ্রা। এমনকী, বারবার নোটিস পাঠানো সত্ত্বেও হাজির হননি সিবিআই দফতরে। এরপর যখন বাড়িতে হানা সিবিআই আধিকারিকরা, তখনও গৌতম-পত্নীর দেখা মেলেনি। তবে বাড়ি থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন: 'আপনার রায় WITH অঞ্জন'-এ 'জয় শ্রী রাম' বিতর্ক গড়াল সায়নী-তথাগতর টুইট-যুদ্ধে

এদিন গ্রেফতার করার পর শুভ্রা কুণ্ডুকে প্রথমে নিয়ে আসা হয় সল্টলেক, সিবিআই দফতরে। আগামীকাল তাঁকে ভুবনেশ্বরের খুড়দা রোড আদালতে তোলা হবে। রোজভ্যালিকর্তার স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা। তাঁদের দাবি, শুভ্রাকে জেরা করতে পারলে রোজভ্য়ালি সংক্রান্ত অনেক তথ্য়ই জানা যাবে। যা এখনও পর্যন্ত প্রকাশ্য়ে আসেনি। Zee ২৪ ঘণ্টাকে বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Mazumder) বলেন, 'চেন প্রসেস-এ এই ঘটনা চলছে। এও শোনা গিয়েছিল, গৌতম কুণ্ডু ও তাঁর পরিবারে প্রোটেকশন দেওয়ারও চেষ্টা হয়েছিল প্রভাবশালী মহল থেকে। বারবার এটা মিডিয়ায় এসেছে। সেইসব প্রভাবশালীদেরও গ্রেফতার করতে হবে। এই যে বিপুল অঙ্কের টাকা নয়ছয় হয়েছে, সেই টাকার খোঁজখবর চালিয়ে গরিব মানুষদের ফিরিয়ে দিতে হবে।' 

আরও পড়ুন: Zee 24 Ghanta খবরের জের, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে টাকা ফিরিয়ে দিল নার্সিংহোম

চিটফাণ্ডে সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তাঁর প্রতিক্রিয়া, '২০১৯ সালেও দেখলাম, ভোটের মুখে তৎপরতা, তারপর সব চাপা পড়ে গেল। এখনও আবার সেই ভোটের মুখে তৎপরতা। সিবিআই সময় বেছে কেন গ্রেফতার করছে, এটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে।' সিবিআই-কে সুজনের প্রশ্ন, 'হাত ধরে টানাটানি করে লাভ কি? কান পর্যন্ত তো ধরছিলেন, কান ধরাও বন্ধ! মাথাটা কবে ধরবেন!'

.