শুরু হয়ে গেল বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা

শুরু হয়ে গেল বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা। গোটা রাজ্যে মোট মনোনয়ন ১৩০০। আর কলকাতায় ৭৫০। চতুর্থীর রাতে এর মধ্যে থেকে সেরা দুশোটি পুজো বেছে নিলেন ৪২ জন বিচারক।  

Updated By: Sep 29, 2014, 08:55 AM IST
শুরু হয়ে গেল বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গেল বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা। গোটা রাজ্যে মোট মনোনয়ন ১৩০০। আর কলকাতায় ৭৫০। চতুর্থীর রাতে এর মধ্যে থেকে সেরা দুশোটি পুজো বেছে নিলেন ৪২ জন বিচারক।  

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় কলকাতার মোট সাড়ে ৭০০ পুজোর মনোনয়ন জমা পড়েছে। মোট ছটি জোনে ভাগ করা হয়েছে কলকাতার পুজোগুলি। উত্তর, মধ্য, পূর্ব, দক্ষিণ এক, দক্ষিণ দুই এবং বেহালা হরিদেবপুরের পুজো। প্রতি জোনে মোট সাতজন করে বিচারক ঘুরলেন। তাঁদের তত্ত্বাবধানে একজন করে সুপারভাইজার। তবে তার আগে নজরুল মঞ্চে প্রশিক্ষণ দেওয়া হল প্রথম পর্বের বিচারকদের।

থিম, প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, সঙ্গীতের ব্যবহার এবং আবহ--এই মাপকাঠিগুলির সঙ্গে সঙ্গেই বিশ্ববাংলার ব্র্যান্ডের কীভাবে উপস্থাপনা, তাও দেখা হল। এর নিরিখেই পুজোগুলি পেল এ প্লাস, এ, বি বা সি গ্রেড।

.