মৌলালিতে টেনে হিঁচড়ে বাইকে নিয়ে গেল বাস! মাথা থেঁতলে মৃত্যু দুই বাইক আরোহীর

ওই অবস্থাতেই বাসটি বেশ কিছুটা দূর এগিয়ে যায়। ততক্ষণে মৃত্যু হয় বাইকের দুই আরোহীর। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে এন্টালি থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Updated By: Aug 19, 2020, 11:18 AM IST
মৌলালিতে টেনে হিঁচড়ে বাইকে নিয়ে গেল বাস! মাথা থেঁতলে মৃত্যু দুই বাইক আরোহীর
ছবি- অয়ন ঘোষাল

নিজস্ব প্রতিবেদন:  হিঁচড়াতে হিঁচড়াতে বাস টেনে নিয়ে গেল বাইক। দুই আরোহীর মধ্যে একজনের মাথা থেঁতলে গেল, অন্যজনের শরীর ক্ষতবিক্ষত।সাতসকালেই ভয়ঙ্কর ঘটনা মৌলালিতে। ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃতদের নাম মণীশ ঝা ও রোহন ঝা।

মৃতরা বিগ বস্কেটের কর্মী বলে জানা গিয়েছে। এদিন সকালে কাজেই যাচ্ছিলেন দুই কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪০ রুটের একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। বাইকটি পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।

বাসের পিছনে আটকে যায় বাইকের সামনের অংশ। ওই অবস্থাতেই বাসটি বেশ কিছুটা দূর এগিয়ে যায়। ততক্ষণে মৃত্যু হয় বাইকের দুই আরোহীর। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে এন্টালি থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: থ্যাঁতলানো মাথা, ক্ষতবিক্ষত শরীর, পুরনো ভবনের ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার ২ শ্রমিকের দেহ

অন্যদিকে, উল্টোডাঙাতেও এদিন প্রায় একই সময়ে দুর্ঘটনা ঘটে। ২১১ নম্বর রুটের বাস উল্টোডাঙা থেকে খান্না যাচ্ছিল। মুচিবাজারের কাছে রাস্তা পার করছিলেন এক  মহিলা। বাসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

.