রাজ্যপালের মন্তব্যকে সমর্থন বিভাসের
রাজ্যে পর পর হিংসার ঘটনায় এবার মুখ খুললেন বিভাস চক্রবর্তীও। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশিষ্ট এই নাট্যব্যক্তিত্ব আজ বলেন, রাজ্যের ভবিষ্যত্ সুখকর নয়। তাঁর মন্তব্য, রাজ্যপাল নাগরিক হিসাবে যা বলেছেন তা ঠিকই বলেছেন। শঙ্খ ঘোষের মন্তব্যকেও সমর্থন জানিয়েছেন `পরিবর্তনপন্থী` বিভাষ চক্রবর্তী। রাজ্যে যা চলছে তা অবাঞ্ছিত ও অকাঙ্খিত বলেও বর্ণনা করেছেন বিভাস। এটার শেষ দেখা দরকার বলেও বিখ্যাত এই নাট্যকার আমাদের সঙ্গে একান্ত সাক্ষাত্কারে জানিয়েছেন।
রাজ্যে পর পর হিংসার ঘটনায় এবার মুখ খুললেন বিভাস চক্রবর্তীও। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশিষ্ট এই নাট্যব্যক্তিত্ব আজ বলেন, রাজ্যের ভবিষ্যত্ সুখকর নয়। তাঁর মন্তব্য, রাজ্যপাল নাগরিক হিসাবে যা বলেছেন তা ঠিকই বলেছেন। শঙ্খ ঘোষের মন্তব্যকেও সমর্থন জানিয়েছেন `পরিবর্তনপন্থী` বিভাষ চক্রবর্তী। রাজ্যে যা চলছে তা অবাঞ্ছিত ও অকাঙ্খিত বলেও বর্ণনা করেছেন বিভাস। এটার শেষ দেখা দরকার বলেও বিখ্যাত এই নাট্যকার আমাদের সঙ্গে একান্ত সাক্ষাত্কারে জানিয়েছেন।
দেখুন বিভাস চক্রবর্তী কী বললেন
প্রসঙ্গত, গতকাল রাজ্যপাল বলেছিলেন, রাজ্যে গুন্ডারাজ চলছে। পুলিশ প্রশাসনের আচরণেও যে তিনি মোটেই সন্তুষ্ট নন, বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তা-ও বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল। তাঁর সাফ কথা, আইন শৃঙ্খলা পরিস্থিত ঠিক রাখতে প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে। পুলিশের নিরপেক্ষভাবে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শঙ্খ ঘোষও তীব্র ভাষায় রাজ্যের সাম্প্রতিক অচলাবস্থাকে গুণ্ডারাজ চলছে বলে অ্যাখা দিয়েছিলেন।