Kacha Badam: এবার রাজ্য পুলিসের সদর দফতরে ভুবন বাদ্যকর, কী করলেন 'কাঁচা বাদাম' গানের স্রষ্টা?

বর্তমানে সোশ্যাল মিডিয়া সেনসেশন ভুবন বাদ্যকর

Updated By: Feb 11, 2022, 10:41 AM IST
Kacha Badam: এবার রাজ্য পুলিসের সদর দফতরে ভুবন বাদ্যকর, কী করলেন 'কাঁচা বাদাম' গানের স্রষ্টা?

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের গণ্ডি পেরিয়ে ইতিমধ্য়ে দেশ তথা বিদেশে ছড়িয়ে পড়েছে তাঁর গান। নেটিজেনদের দৌলতে ভাইরাল 'কাঁচা বাদাম' (Kacha Badam) গান। বর্তমানে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন তিনি। এহেন বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) এবার সোজা পৌঁছে গেলেন রাজ্য পুলিসের সদর দফতর ভবানী ভবনে (Bhabani Bhawan)।

কিন্তু কেন?

বৃহস্পতিবার ভবানী ভবনে (Bhabani Bhawan) যান 'কাঁচা বাদাম' (Kacha Badam) গান শ্রষ্ঠা। বীরভূমের ডিএসপি পদমর্যাদার একজন অফিসার তাঁকে রাজ্য পুলিসের সদর দফতরে নিয়ে যান। সেখানে রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য (Manoj Malviya) এবং এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংয়ের (Gyanwant Singh) সঙ্গে দেখা করেন তিনি। 

শাল, পুষ্পস্তবক এবং উপহার দিয়ে ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) সম্মান জানান রাজ্য পুলিসের উচ্চ পদস্থ অফিসাররা। বীরভূমের অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করেই সংসার চালাতেন তিনি। একদিন তাঁর 'কাঁচা বাদাম' (Kacha Badam) গানই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রাজ্য, দেশের সীমানা পেরিয়ে সেটা বর্তমানে বিদেশে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রাম, ফেসবুকে-সহ অন্য়ান্য সোশ্য়াল মিডিয়ায় সেলেবরা এখন তাঁর গানেই নাচছেন। রিলস ভিডিও-র দৌলতে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। 

আরও পড়ুন: Hijab Row: হিজাবকাণ্ডে সব থানাকে সতর্ক থাকতে নির্দেশ রাজ্য গোয়েন্দা দফতরের

আরও পড়ুন: Municipal Election: মনোনয়ন পেশ করতেই পারেনি বিরোধীরা, ৪ পুরসভার ভোট বাতিলের দাবি শুভেন্দুর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.