Hijab Row: হিজাবকাণ্ডে সব থানাকে সতর্ক থাকতে নির্দেশ রাজ্য গোয়েন্দা দফতরের

সূত্রের খবর, কিছু জায়গায় বিক্ষোভ হতে পারে হিজাব (Hijab Row) ইস্যুতে। 

Updated By: Feb 10, 2022, 08:00 PM IST
Hijab Row: হিজাবকাণ্ডে সব থানাকে সতর্ক থাকতে নির্দেশ রাজ্য গোয়েন্দা দফতরের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : হিজাব (Hijab Row) ইস্যুতে এ রাজ্যে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে সজাগ থাকতে সব থানার উদ্দেশে সর্তকতা জারি করলেন রাজ্য গোয়েন্দারা। রাজ্যের সব জেলার পুলিস সুপার, কমিশনারেটের মাধ্যমে সেই সতর্কবার্তা প্রতিটি থানাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ ইতিমধ্যেই এরাজ্যে বেশ কিছু জায়গাতে হিজাবের  (Hijab Row) স্বপক্ষে প্রতিবাদ বিক্ষোভ শুরু  হয়েছে।

উল্লেখ্য, বুধবার কলকাতাতেই কর্ণাটকে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে শত শত মুসলিম ছাত্র প্ল্যাকার্ড তুলে স্লোগান দেয়। হিজাব কাণ্ডে আলিয়া ইউনিভার্সিটি মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের সদস্যরা কলকাতার রাস্তায় নেমে প্রতিবাদ জানান। প্রসঙ্গত, হিজাব ইস্যু  (Hijab Row) নিয়ে কর্নাটক (Karnataka) আদালতে এখন মামলা চলছে। যা নিয়ে গোটা দেশেই চর্চা শুরু হয়েছে। সেই বিতর্কে এ রাজ্যে যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তাই এই সতর্কতা বলে জানাচ্ছেন রাজ্য পুলিসের শীর্ষকর্তারা। সূত্রের খবর, সতর্কবার্তায় উল্লেখ আরও কিছু জায়গায় বিক্ষোভ হতে পারে। সেক্ষেত্রে দুই পক্ষ নিজেদের যুক্তিকে সামনে রেখে মুখামুখি হলে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই সতর্ক নজর রাখতে বলা হয়েছে বৃহস্পতিবার ইস্যু করা সেই সতর্কবার্তায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কর্নাটকের (Karnataka) উদুপি জেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব  (Hijab Row) নিষিদ্ধ করার নির্দেশিকাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। তারপর অন্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও একই রকমের নির্দেশিকা প্রকাশিত হওয়ার কারণে বিতর্ক আরও বেড়েছে। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বিতর্ক নিয়ে সম্প্রতি রাজ্যে চলা তপ্ত আবহের জেরে অত্যন্ত সাবধানী পদক্ষেপ নিয়েছে কর্নাটক সরকার। আপাতত তিন দিন রাজ্যজুড়ে স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার আবেদন জানান হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি জেলায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে। 

আরও পড়ুন, Lakhimpur Kheri Case: 'গুলির চিহ্ন মেলেনি, বিক্ষোভকারীদের নির্মমতাও স্পষ্ট', লখিমপুরকাণ্ডে জামিন মন্ত্রীপুত্র আশিষের

Hijab Row: 'এক টুকরো কাপড়ের জন্য শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে', হিজাব-বিতর্কে প্রতিবাদী ছাত্রী

Karnataka Hijab Row: 'একজনকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান অমার্জনীয়, হিন্দু সংস্কৃতি-বিরোধী', হিজাব বিতর্কে কর্ণাটকের ছাত্রীর পাশে RSS

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.