ভাইফোঁটার বাজারে আগুন, চিন্তায় বোনেরা

সবজি থেকে মাছ-মাংস, মিষ্টি সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। কিন্তু ভাইফোঁটায় ভাইয়ের পাতে যে সেরা জিনিসটা তুলে দিতেই হবে। তাই চড়া দামে কিছুটা কাঁটছাট করে ভাইফোঁটার বাজার সারছেন বোনেরা।

Updated By: Nov 3, 2013, 02:14 PM IST

সবজি থেকে মাছ-মাংস, মিষ্টি সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। কিন্তু ভাইফোঁটায় ভাইয়ের পাতে যে সেরা জিনিসটা তুলে দিতেই হবে। তাই চড়া দামে কিছুটা কাঁটছাট করে ভাইফোঁটার বাজার সারছেন বোনেরা।
কিন্তু তাতে বাদ সেধেছে আগুন বাজার। পাইলিন থাবা বসিয়েছে বাঙালির পাতে। অতিবৃষ্টি ও বন্যার ফলে মাঠেই নষ্ট হয়েছে বহু ফসল। প্রভাব পড়েছে মাছের বাজারে।
ভাইফোঁটার বাজারদর-
 
রুই- ৩০০
ভেটকি- ৫০০
কাতলা- ৩৫০
পার্শে- ৪৫০
তপসে- ৬০০
চিংড়ি- ৪০০-১২০০
পমফ্রেট- ৫৫০
ইলিশ- ৯০০
 
চড়া দর মাংসের বাজারের-
 
মুরগীর মাংস- ১৪০
দেশি মুরগী- ২৪০
 
আগুন লেগেছে সবজি বাজারে-
 
বেগুন- ৬০
পটল- ৬৫
ঢেঁড়শ- ৯০
করলা- ৫০
টমেটো- ৬৫
 
কিন্তু তা বলে ভাঁইফোঁটার আয়োজনে খামতি রাখলে কি চলে? চিন্তায় বোনেরা।

.