আজ আলোর উত্‍সবে মেতে উঠতে তৈরি গোটা রাজ্য

আজ কালীপুজো। আজ আলোর উত্‍সবে মেতে উঠতে তৈরি গোটা রাজ্য। পাড়ায় পাড়ায় সেজে উঠেছে মণ্ডপ।  নানা সাজে সাজিয়ে তোলা হয়েছে প্রতিমা। দুর্গাপুজোর মত কালীপুজোর মণ্ডপেও রয়েছে থিমের বৈচিত্র্য।

Updated By: Oct 29, 2016, 08:41 AM IST
আজ আলোর উত্‍সবে মেতে উঠতে তৈরি গোটা রাজ্য

ওয়েব ডেস্ক : আজ কালীপুজো। আজ আলোর উত্‍সবে মেতে উঠতে তৈরি গোটা রাজ্য। পাড়ায় পাড়ায় সেজে উঠেছে মণ্ডপ।  নানা সাজে সাজিয়ে তোলা হয়েছে প্রতিমা। দুর্গাপুজোর মত কালীপুজোর মণ্ডপেও রয়েছে থিমের বৈচিত্র্য।

সকাল থেকেই কালীঘাট, দক্ষিণেশ্বর, ঠনঠনে কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়িতে পুণ্যার্থীদের ভিড় । ভিড় জমছে বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা কালীমন্দির গুলোতেও। যদিও আকাশ মেঘলা, তবে আবহাওয়া নিয়ে উদ্বেগকে সরিয়ে রেখেই আলোর উত্‍সবকে বরণ করে নিতে তৈরি রাজ্যবাসী।

আরও পড়ুন, বারাসতের কালীপুজোয় থিমের জোয়ার

কালীপুজোর দিন আকাশ থাকবে মেঘলা, হবে বৃষ্টিও

.