কালীপুজোর দিন আকাশ থাকবে মেঘলা, হবে বৃষ্টিও

আগামিকাল কালীপুজোর দিন আকাশ মেঘলা থাকবে।  দিনের বেলা বৃষ্টিও হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। সন্ধের দিকে, আরও কমবে বৃষ্টি। অর্থাত্‍ কালীপুজোর রাতটা কাটতে পারে স্বস্তিতে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহওয়া দফতর।

Updated By: Oct 28, 2016, 06:13 PM IST
কালীপুজোর দিন আকাশ থাকবে মেঘলা, হবে বৃষ্টিও

ওয়েব ডেস্ক : আগামিকাল কালীপুজোর দিন আকাশ মেঘলা থাকবে।  দিনের বেলা বৃষ্টিও হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। সন্ধের দিকে, আরও কমবে বৃষ্টি। অর্থাত্‍ কালীপুজোর রাতটা কাটতে পারে স্বস্তিতে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহওয়া দফতর।

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ এখন শক্তি হারিয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। তবে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটা নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। সেকারণেই আগামিকাল বিক্ষিপ্তবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে আকাশ পরিষ্কার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আরও পড়ুন, এই মহিলা নাকি ২৩ মাস ধরে গর্ভবতী!

.