যাদবপুরের ছাত্রছত্রীদের গণভোট নিয়ে প্রশ্ন রাজ্যপালের

যাদবপুরের গণভোট নিয়ে কোনও মন্তব্য এড়িয়ে গেলেন রাজ্যপাল। তাঁর মতে, তথাকথিত এই গণভোটের বৈধতা নিয়েই প্রশ্ন রয়েছে।  যে গণভোটে সিংহভাগ ছাত্রছাত্রী উপাচার্যের বিপক্ষে রায় দিয়েছে, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্যের এই মন্তব্য নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ।

Updated By: Nov 2, 2014, 04:38 PM IST
যাদবপুরের ছাত্রছত্রীদের গণভোট নিয়ে প্রশ্ন রাজ্যপালের

কলকাতা: যাদবপুরের গণভোট নিয়ে কোনও মন্তব্য এড়িয়ে গেলেন রাজ্যপাল। তাঁর মতে, তথাকথিত এই গণভোটের বৈধতা নিয়েই প্রশ্ন রয়েছে।  যে গণভোটে সিংহভাগ ছাত্রছাত্রী উপাচার্যের বিপক্ষে রায় দিয়েছে, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্যের এই মন্তব্য নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ।

গত শুক্রবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রছাত্রীদের গণভোটের ফল বেরিয়েছে। ভোট দানকারী ছাত্রছাত্রীদের প্রায় সাতানব্বই শতাংশেরই রায় ছিল, উপাচার্য পদে থাকা উচিত নয় অভিজিত চক্রবর্তীর। কিন্তু সেই গণভোটকে আমল দিতে নারাজ খোদ রাজ্যপাল ।  

অভিজিত্‍ চক্রবর্তীকে ইতিমধ্যেই যাদবপুরের স্থায়ী উপাচার্য হিসেবে মনোনীত করেছেন রাজ্যপাল। তা সত্বেও গণভোটের রায় তাঁর বিপক্ষে গিয়েছে। সেই অবস্থায় রাজ্যপালের এই মন্তব্য, পরিস্থিতি নিঃসন্দেহে আরও জটিল করল।

 

.