এই ছেলেকে চিনে নিন, বৃদ্ধা মাকে মারধর করলেন IPS অনির্বান রায়

বর্বরতার আরও এক নজির। বৃদ্ধা মাকে বেধড়ক মারলেন IPS ছেলে। নিরাপত্তা চেয়ে পুলিসের দ্বারস্থ হলেন মা। ঘটনা সল্টলেকের CE ব্লকের। কাঠগড়ায় বর্ডার IB-র DIG অনির্বাণ রায়।

Updated By: Nov 2, 2014, 01:00 PM IST
এই ছেলেকে চিনে নিন, বৃদ্ধা মাকে মারধর করলেন IPS অনির্বান রায়

কলকাতা: বর্বরতার আরও এক নজির। বৃদ্ধা মাকে বেধড়ক মারলেন IPS ছেলে। নিরাপত্তা চেয়ে পুলিসের দ্বারস্থ হলেন মা। ঘটনা সল্টলেকের CE ব্লকের। কাঠগড়ায় বর্ডার IB-র DIG অনির্বাণ রায়।

ইনি রেবা রায়। সল্টলেকের CE ব্লকের বাসিন্দা। সারা গায়ে আঘাতের নিয়ে ইনি গিয়েছিলেন বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানাতে। বেরা রায়ের এই অবস্থা করেছে তাঁর ছেলে, IPS অফিসার অনির্বাণ রায়।

শ্যামলী নস্কর, পরিচারিকা ব্লকের রীতিমতো সম্ভ্রান্ত পরিবার। নেমপ্লেট বলছে, অনির্বাণ রায়ে বাবা, অনুপম রায় ছিলেন IFS অফিসার।  বোন অপর্ণা রায়ও তাই। অনির্বাণ নিজে IPS অফিসার। তাঁর স্ত্রী নীলম মীনা IAS অফিসার। মা রেবা রায় আইনজীবী।

 তবে সম্ভ্রান্ত পরিবারেও একটা চাপা আতঙ্ক ছিলই। আক্রান্ত হওয়ার ভয়ে দরজায় সবসময় তালা দিয়ে রাখতেন রেবা রায়।  শনিবার বিকেলে ছেলেকে তালা ভাঙতে দেখেই পুলিসে খবর দেন রেবা রায়। তবে বিধাননগর উত্তর থানার পুলিস আসার আগেই ঘরে ঢুকে মাকে মারধর করেন IPS অনির্বাণ রায়। পরে রেবা রায়কে উদ্ধার করে অনির্বাণ রায়কে তাঁর ফ্ল্যাটে ফেরত পাঠায় পুলিস।

বেরা রায়ের নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, অনির্বাণ রায় মানসিক অসুস্থ। এর আগেও ওপরওয়ালাকে চড় মারা, সহকর্মীকে দেশদ্রোহী আখ্যা দেওয়ার মতো কাণ্ড করে বিতর্কে জড়িয়েছেন তিনি।

 

.