Bengal election 2021: 'গুজরাটি ইশতাহারকে প্রত্যাখান বাংলার', তোপ Abhishek থেকে Nusrat-র

বিজেপির ইশতাহারকে (BJP Manifesto) তুলোধনা তৃণমূলের (TMC)। 

Updated By: Mar 21, 2021, 10:33 PM IST
Bengal election 2021: 'গুজরাটি ইশতাহারকে প্রত্যাখান বাংলার', তোপ Abhishek থেকে Nusrat-র

নিজস্ব প্রতিবেদন: 'দিদির অঙ্গীকার বনাম বিজেপির জুমলা'। ঠিক এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপি সংকল্পপত্রকে নিশানা করল তৃণমূল (TMC)। বহিরাগত অস্ত্রে শান দিয়ে দলের নেতানেত্রীরা টুইট করেছেন, গুজরাটি ইশতাহারকে প্রত্যাখান করছে বাংলা, #BengalRejectsGujaratiManifesto।

বিজেপির 'সংকল্পপত্র' (BJP Manifesto) প্রকাশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কেন আসতে হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর টুইট, 'বাংলায় ভোটের জন্যে গুজরাটির হাতে মিথ্যায় ভরা ইশতাহার প্রকাশিত হল। ২৯৪টি কেন্দ্রে প্রার্থী খুঁজে পায় না একটা দল। এই ধরনের অনুষ্ঠানের জন্য রাজ্যের নেতাও নেই।'

তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) কথায়,'বিজেপির ইশতাহার দিশাহীন। এটা বুঝিয়ে দিল, ওরা পর্যটকই। এটা বাংলার মানুষের জন্য ইশতাহার নয়। বরং বহিরাগতদের দ্বারা, বহিরাগতদের জন্য করা হয়েছে।'    

তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আবার একটি ছবি টুইট করেছেন। বিজেপি ও তৃণমূলের ইশতাহারের ফারাক তুলে ধরা হয়েছে তাতে।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কথায়, 'কীভাবে সোনার বাংলার পরিকল্পনা করছে বিজেপি? কিসান ক্রেডিট কার্ডের নাম বদলে রুপে কার্ড করেছে। বাংলা এটা গ্রহণ করবে না।' 

 

মলয় ঘটক টুইট করেছেন, বিজেপি ইশতাহার একটা কাগজ ছাড়া আর কিছু নয়। এই নথির কোনও গুরুত্ব নেই ওদের কাছে। তাদের মূল উদ্দেশ্য, সাম্প্রদায়িকতা ও ধনতান্ত্রিক।

একই সুরে তৃণমূল সাংসদ সৌগত রায় এ দিন সাংবাদিক বৈঠকে বলেন,'অত্যন্ত দুঃখের বিষয় হল বাংলার জন্য ইশতাহার প্রকাশ করলেন গুজরাটের একজন। এর জন্য বাংলায় কোনও সক্ষম লোক নেই।'  

আরও পড়ুন- BJP Manifesto: চাকরিতে ৩৩% সংরক্ষণ, নিখরচায় পড়াশুনো, বাসে ফ্রি, ১৮ বছরে ২ লক্ষ,মহিলা মন জয়ে BJP

.