Baruipur Murder: বারুইপুরে তৃণমুল কর্মী খুন! এখনও অধরা মূল অভিযুক্তরা

স্থানীয় সূত্রের খবর, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে সাইদুলের সঙ্গে ঝামেলা চলছিল এলাকার লোকজনের। তার জেরে খুন করা হতে পারে বলে করছেন কেউ কেউ। পরিবারের সদস্যের দাবি, সাইদুলকে হিংসা করত এলাকার লোকজন। তার জেরে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

Updated By: Dec 19, 2023, 03:47 PM IST
Baruipur Murder: বারুইপুরে তৃণমুল কর্মী খুন! এখনও অধরা মূল অভিযুক্তরা
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারুইপুরে তৃণমুল কর্মী খুনের ঘটনায় মুল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনও অধরা। মুল অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওযায় ফুঁসছে গোটা এলাকা। জনরোষের কারণে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর। দুটি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায়। উত্তেজনা থাকায় পুলিসও মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন, Hooghly River Ferry Service: বন্ধ হুগলি নদী জলপথ পরিবহণ পরিষেবা! জেনে নিন কবে, কোন রুটে...

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। শনিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। বারুইপুরের মদারাট পঞ্চায়েতের বলবন এলাকার ঘটনা। মৃতের নাম সাইদুল আলি শেখ। পেশায় গাড়ি চালক সাইদুলকে শনিবার রাতে এলাকার একটি মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের খবর, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে সাইদুলের সঙ্গে ঝামেলা চলছিল এলাকার লোকজনের। তার জেরে খুন করা হতে পারে বলে করছেন কেউ কেউ। পরিবারের সদস্যের দাবি, সাইদুলকে হিংসা করত এলাকার লোকজন। তার জেরে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

বাড়ি ফেরার পথে কুপিয়ে খুন তৃণমূল কর্মী। গতকাল রাতে বারুইপুরের বলবনে কুপিয়ে খুন করা হয় পেশায় গাড়ি চালক সাইদুল সেখকে। গতকাল রাতে বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরে ৭-৮ জন। গুরুতর জখম অবস্থায় সাইদুলকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। রবিবার ভোরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সাগির, আজিজুল, সাদ্দাম-সহ বেশ কয়েকজন ধারাল অস্ত্র দিয়ে সাইদুলকে খুন করে। জমিজমা নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। এখনওপর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন, SSC TET 2023: বিজেপির গীতাপাঠের দিনই টেট! বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.