'পিদিমটা হঠাৎ নিভে গেল', নিউমোনিয়াতে ৪৫ বছরেই চোখ বুঝলেন বাপ্পাদিত্য

হাসপাতালের বিছানায় শেষ জেনেছিলেন IFFI-তে তাঁর ছবি 'সহরা ব্রিজ' ভারতীয় পেনোরমা বিভাগে নির্বাচিত হয়েছে। দেখানো হবে বড় পর্দায়। করতালির অভিবাদন যেন হাসপাতালের বিছানাতেই শুনতে পেয়েছিলেন পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। আর উঠে দাঁড়াতে পারলেন না। থামলেন। হাসপাতালের বিছানটাই যেন হয়ে রইল মঞ্চ। বন্ধুরা চিৎকার করে বলছে, 'ওঠ বাপ্পা'। 'সিনেমাটা শেষ করতে হবে তো', না বাপ্পা আর শুনছে না। 'ঘুমোচ্ছে'।

Updated By: Nov 7, 2015, 10:42 PM IST
'পিদিমটা হঠাৎ নিভে গেল', নিউমোনিয়াতে ৪৫ বছরেই চোখ বুঝলেন বাপ্পাদিত্য

কলকাতা: হাসপাতালের বিছানায় শেষ জেনেছিলেন IFFI-তে তাঁর ছবি 'সহরা ব্রিজ' ভারতীয় পেনোরমা বিভাগে নির্বাচিত হয়েছে। দেখানো হবে বড় পর্দায়। করতালির অভিবাদন যেন হাসপাতালের বিছানাতেই শুনতে পেয়েছিলেন পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। আর উঠে দাঁড়াতে পারলেন না। থামলেন। হাসপাতালের বিছানটাই যেন হয়ে রইল মঞ্চ। বন্ধুরা চিৎকার করে বলছে, 'ওঠ বাপ্পা'। 'সিনেমাটা শেষ করতে হবে তো', না বাপ্পা আর শুনছে না। 'ঘুমোচ্ছে'।

চেরাপুঞ্জিতে নিজের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন পরিচালক। হঠাৎ শরীরের বেগতিক অবস্থা দেখে ভর্তি হলেন হাসপাতালে। কললকাতার বেসরকারি হাসপাতালের আইসিইউতেই ঠিকানা হল বাপ্পাদিত্য 'স্যারের'। ছাত্রছাত্রীরা ভেবেছিলেন স্যার সুস্থ হয়ে উঠবেন। দীর্ঘ একটা লড়াই। কিন্তু হঠাতই পিদিমটা নিভে গেল। জীবনাবসান হল পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের।   

কাঁটাতার, দেবকী (হিন্দি),  কাগজের বউ, নায়িকা সংবাদ প্রতিটি সিনেমাতেই পরিচালক 'নারী শক্তি'র সামাজিক চিত্র তুলে ধরেছেন। যেখানে 'হিরোগিরি'তে কাপাকাপি, ফাটাফাটি হিট নিয়ে মাতামাতি তখন অন্যধরণের সিনেমাতে নিজের ছাপ রেখে গেছেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। শ্রীলেখা মিত্র, পাওলি দাম, মুমতাজ সরকার, লকেট, অরুনিমা ঘোষ, প্রিয়াঙ্কা, রিমঝিমদের যেভাবে পোট্রে করেছেন সিনেমায় তা সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। তাঁর পরিচালনায় অনবদ্য কাজের নজির রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

জন্ম ২৮ অগাস্ট, ১৯৭০। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেবল পরিচালক স্বত্ত্বাতেই আটকে নন। ছন্দে ছন্দ কিংবা কাল্পনিক কল্পে কবিতা গুলো খাতায় ছুটতো ঘোড়ার মতই।

২০০৩ সালে সম্মানিত হয়েছিলেন 'MOST PROMISING DIRECTOR' পুরষ্কারে। বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবে অভিবাদন কুড়িয়েছে তাঁর সিনেমা। তিনি নেই। কিন্তু কাজটা রয়ে গেল। পিদিমটা জ্বলবে...     

বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমা-

সিনেমার নাম- সমদর্পণ। সাল-১৯৯৯। যারা অভিনয় করেছিলেন- অনুসূয়া মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, জয় সেনগুপ্ত, পাপিয়া অধিকারী, ইন্দ্রাণী হালদার।

সিনেমার নাম-শিল্পান্তর। সাল-২০০২।যারা অভিনয় করেছিলেন- সুভাশিস মুখোপাধ্যায়, দেবশ্রী রায়, নিমাই ঘোষ।

সিনেমার নাম-দেবকী (হিন্দি)। সাল-২০০৫। যারা অভিনয় করেছিলেন-পেরিজাদ জোরাবিয়ান, সুমন রঙ্গনাথন, রাম কাপুর।

সিনেমার নাম-কাঁটাতার। সাল-২০০৬। যারা অভিনয় করেছিলেন-শ্রীলেখা মিত্র, রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখার্জি, নিমাই ঘোষ।

সিনেমার নাম-কাল। সাল-২০০৭। কলাকুশলী-চান্দ্রেয়ী ঘোষ, সন্ধ্যা শেট্টি, দোলা চক্রবর্তী, সমাপিকা দেবনাথ, রুদ্রনীল ঘোষ।  

সিনেমার নাম- হাইসফুল। সাল ২০০৯। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রিমঝিম গুপ্ত, নিতাই গাঙ্গুলি, রীতা দত্ত চক্রবর্তী।

সিনেমা- কাগজের বউ। সাল-২০১১। কলাকুশলী- পাওলি দাম, রাহুল, প্রিয়াঙ্কা, রিমঝিম, জয় সেনগুপ্ত, ব্রাত্য বসু, গার্গি রায়।

সিনেমা-এলার চার অধ্যায়। সাল-২০১২। যারা অভিনয় করেছিলেন- ইন্দ্রনীল, পাওলি দাম, বরুণ চন্দ, রুদ্রনীল ঘোষ, অরুনিমা ঘোষ।

সিনেমা-নায়িকা সংবাদ। সাল-২০১৩। যারা অভিনয় করেছিলেন- অরুনিমা ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, মুমতাজ সরকার, লকেট।  

 

.