তৃণমূল সাংসদ হাসান ইমরান সম্পর্কে উদ্বেগজনক রিপোর্ট বাংলাদেশের

তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান সম্পর্কে উদ্বেগজনক রিপোর্ট দিয়েছে বাংলাদেশ সরকার। রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। আজ ক্যানিংয়ের মন্দিরবাজারে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওহা। তিনি জানান, নিয়ম অনুযায়ী ওই রিপোর্ট রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। তবে রিপোর্টে কী বলা হয়েছে তা স্পষ্ট করেননি মন্ত্রী।

Updated By: Jan 13, 2015, 11:31 PM IST
তৃণমূল সাংসদ হাসান ইমরান সম্পর্কে উদ্বেগজনক রিপোর্ট বাংলাদেশের

ওয়েব ডেস্ক: তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান সম্পর্কে উদ্বেগজনক রিপোর্ট দিয়েছে বাংলাদেশ সরকার। রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। আজ ক্যানিংয়ের মন্দিরবাজারে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওহা। তিনি জানান, নিয়ম অনুযায়ী ওই রিপোর্ট রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। তবে রিপোর্টে কী বলা হয়েছে তা স্পষ্ট করেননি মন্ত্রী।

এদিকে, বৃহস্পতিবার সকাল দশটায় সিবিআই দফতরে যাবেন তিনি। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকে ফোনে একথা জানিয়েছেন মুকুল রায়। সারদাকাণ্ডের তদন্তে তাদের দফতের হাজির হওয়ার জন্য গতকালই মুকুল রায়কে নোটিস পাঠায় সিবিআই। দিল্লিতে থাকায় মুকুল রায় জানিয়েছিলেন দু-একদিনেই সিবিআই দফতরে হাজিরা দেবেন তিনি। আজ অবশ্য তিনি নিজেই ফোন করেন সিবিআই দফতরে। 

.