বামনগাছিকাণ্ডে ধৃত ১২

বামনগাছিতে সৌরভ চৌধুরী হত্যাকাণ্ডে ধৃত সোমনাথ সর্দারকে বারাসত আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিস। গতকাল রাতে দক্ষিণ হাবড়া থেকে দত্তপুকুর থানার পুলিস সোমনাথ সর্দারকে গ্রেফতার করে। এর আগে এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে সোমনাথ সর্দারের নাম। প্রতিবাদী ছাত্রকে খুনের সঙ্গে ধৃতের কী যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।

Updated By: Jul 25, 2014, 08:49 PM IST
বামনগাছিকাণ্ডে ধৃত ১২

বারাসত : বামনগাছিতে সৌরভ চৌধুরী হত্যাকাণ্ডে ধৃত সোমনাথ সর্দারকে বারাসত আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিস। গতকাল রাতে দক্ষিণ হাবড়া থেকে দত্তপুকুর থানার পুলিস সোমনাথ সর্দারকে গ্রেফতার করে। এর আগে এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে সোমনাথ সর্দারের নাম। প্রতিবাদী ছাত্রকে খুনের সঙ্গে ধৃতের কী যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।

এর আগে বামনগাছিতে সরকারি উদ্যোগে শান্তি মিছিলে পা মেলানি সৌরভ চৌধুরীর পরিবার ও প্রতিবাদী মঞ্চের সদস্যরা। সৌরভের খুনীদের শাস্তি এবং এলাকায় দুষ্কৃতী  দৌরাত্ম্য বন্ধ না হওয়া পর্যন্ত প্রশাসনের কোনও কর্মসূচিতে যোগ দেবেন না বলে সাফ জানিয়েদেন তাঁরা। এদিনের মিছিলে ছিলেন  স্থানীয় তৃণমূল নেতা হানিফ মণ্ডল।  তাঁর ভাগ্নের বিরুদ্ধেই এলাকার আরেক প্রতিবাদী শ্রীকান্ত ভদ্রকে মারধরের অভিযোগ উঠেছে।

বেআইনি মদের ঠেকের প্রতিবাদ করায়  প্রাণ গিয়েছে  সৌরভ চৌধুরীর।  ঘটনার জেরে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল উত্তর চব্বিশ পরগনার বামনগাছি।  সেই  বামনগাছিতেই রবিবার সকালে শান্তি মিছিল করল পুলিস, প্রশাসন।   সৌরভ হত্যায় প্রলেপ দিতেই  যে এই উদ্যোগ তা অবশ্য মানতে নারাজ জেলার অতিরিক্ত পুলিস সুপার। তাঁর দাবি এমন নাকি প্রশাসন হামেশাই করে।

 

.