তোমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, সে রকম ব্যবহার করো, বিক্ষোভকারীদের বললেন বাবুল

অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়। 

Updated By: Sep 19, 2019, 07:38 PM IST
তোমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, সে রকম ব্যবহার করো, বিক্ষোভকারীদের বললেন বাবুল

নিজস্ব প্রতিবেদন: তোমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। সেরকম ব্যবহার করো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত ছাত্রছাত্রীদের বললেন বাবুল সুপ্রিয়। তাঁদের গায়ে হাত তোলা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিক্ষোভে এসএফআইয়ের ছাত্রছাত্রীরা নেই বলে দাবি করেছেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।  

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়র উপস্থিতি নিয়ে বিক্ষোভের সূত্রপাত। কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীদের একাংশ। মারধর, এমনকি চুল টানা হয় বলে অভিযোগ বাবুল সুপ্রিয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বাবুলের নিরাপত্তারক্ষীরা তাঁদের উপরে লাঠিচার্জ করেছেন। জখম হয়েছেন এক ছাত্রী। সেই অভিযোগ নস্যাত্ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ''আমার নিরাপত্তারক্ষীরা লাঠি চালালে, এরা ছেড়ে দিত? বিরোধী না থাকলে কার সঙ্গে লড়বে? বাচ্চা ছেলে গালাগালি কেন দিচ্ছ? ওগুলো আমি জানি। শিক্ষিত ছেলে চুল ধরে টানছেন। সব ক্যামেরায় ধরা আছে। দিদির পুলিস হলে গুলি চলত।''  এক বিক্ষোভকারী দাবি করেন, তাঁদের এক সদস্য আহত। বাবুল তখন বলেন,''কে আহত হয়েছেন? ওই মেয়েটাকে নিয়ে এসো। তুমি আমাকে গালগাল দিতে পার না।''

বাবুল বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন,''তোমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। বিহেভ লাইক দ্যাট।'' ঘটনায় এসএফআইয়ের কোনও যোগ নেই বলে দাবি করেছেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। ঘটনার নিন্দা করে তিনি বলেন,''যাঁরা বাধা দিল, তাঁরা গণতন্ত্র বিরোধীদের উত্সাহিত করেছেন। ঘটনার তীব্র নিন্দা করছি।''

আরও পড়ুন- যাদবপুরে গুন্ডা ইউনিট তৈরি হয়েছে, বললেন রাহুল, হেনস্থা নায়কোচিত নয়,মত তাপসের 

.