রোজভ্যালি কাণ্ডে বাবুল সুপ্রিয় কে তোপ শুভেন্দুর

এবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আক্রমণের নিশানা করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। আজ তিনি বলেন, সারদায় সভায় যাওয়ার জন্য মন্ত্রী মদন মিত্র এখন জেলে রয়েছেন। ঠিক একই কারণে  রোজভ্যালির অনুষ্ঠানে যাওয়ার জন্য বাবুল সুপ্রিয়রও জেলেই থাকা উচিত। কলকাতার ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শান্তনু সেনের সমর্থনে আজ  শুভেন্দু অধিকারী জনসভা করেন। ভাষণে বিজেপিকেই তিনি আক্রমণের নিশানা করেন।  রাজ্যের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নন্দীগ্রাম, নেতাইয়ের মতো ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সিবিআই।

Updated By: Apr 11, 2015, 10:03 PM IST
রোজভ্যালি কাণ্ডে বাবুল সুপ্রিয় কে তোপ শুভেন্দুর

ওয়েব ডেস্ক:এবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আক্রমণের নিশানা করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। আজ তিনি বলেন, সারদায় সভায় যাওয়ার জন্য মন্ত্রী মদন মিত্র এখন জেলে রয়েছেন। ঠিক একই কারণে  রোজভ্যালির অনুষ্ঠানে যাওয়ার জন্য বাবুল সুপ্রিয়রও জেলেই থাকা উচিত। কলকাতার ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শান্তনু সেনের সমর্থনে আজ  শুভেন্দু অধিকারী জনসভা করেন। ভাষণে বিজেপিকেই তিনি আক্রমণের নিশানা করেন।  রাজ্যের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নন্দীগ্রাম, নেতাইয়ের মতো ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সিবিআই।

 

.