নির্দেশ অগ্রাহ্য করেই বাড়তি ভাড়া নিচ্ছে অটো

রাজ্য সরকারের নির্দেশ অগ্রাহ্য করেই কলকাতার বিভিন্ন রুটে অটোচালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে অটোচালকরা ইচ্ছেমত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের।

Updated By: Apr 10, 2012, 09:56 AM IST

রাজ্য সরকারের নির্দেশ অগ্রাহ্য করেই কলকাতার বিভিন্ন রুটে অটোচালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে অটোচালকরা ইচ্ছেমত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের। অটোর ভাড়া বাড়ানোর দাবি খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গড়ে দিয়েছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।
অটো পিছু চারজনের বেশি যাত্রী তোলা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এর মধ্যেই অটোচালকদের বাড়তি ভাড়া আদায় নিয়ে প্রশ্ন উঠেছে। 

.