ফের বেপরোয়া অটো হাওড়ায়

ফের বেপরোয়া অটো। এবার হাওড়ার ফোরশোর রোডে। আজ বিকেলে ওই রাস্তায় ছবছরের একটি শিশুকে ধাক্কা মারে দ্রুতবেগে আসা একটি অটো। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ফেলে উধাও হয় অটো চালক।

Updated By: Apr 15, 2014, 08:00 PM IST

ফের বেপরোয়া অটো। এবার হাওড়ার ফোরশোর রোডে। আজ বিকেলে ওই রাস্তায় ছবছরের একটি শিশুকে ধাক্কা মারে দ্রুতবেগে আসা একটি অটো। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ফেলে উধাও হয় অটো চালক।

পরে বাইকে চেপে যাওয়া দুই তরুণ এবং তিন তরুণী শিশুটিকে উদ্ধার করে হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শিশুটির আঘাত গুরুতর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

কয়েকদিন আগে সুরেন্দ্রনাথ কলেজের সামনেও অটোর ধাক্কার গুরুতর আহত হন এক পৌঢ়। অটোর বেলাগাম গতিকে লাগাম দেওয়া যাচ্ছে না কিছুতেই।

.