জেলে হেরোইন না মেলায় আত্মহত্যার চেষ্টা

জেলে হেরোইন না মেলায় আত্মহত্যার চেষ্টা করলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী। জেলে হেরোইন ঢোকা নিয়ে ইদানিং কড়াকড়ি করেছে জেল কর্তৃপক্ষ। বেড়েছে নজরদারি। সেইজন্য জেলের ভিতরে আর নিজেদের নেশার প্রয়োজনীয় জিনিস পাচ্ছে না বন্দিরা। ঘটনাটি ঘটেছে আলিপুর সেন্ট্রাল জেলে। জেল হাসপাতালের চার নম্বর ওয়ার্ডের শৌচাগারে আত্মহত্যার চেষ্টা করেন শোয়েব আলি নামে ওই আসামী। হাবিব নামে অন্য এক আসামী তাকে বাঁচায়।

Updated By: Oct 11, 2015, 12:31 PM IST
জেলে হেরোইন না মেলায় আত্মহত্যার চেষ্টা

ওয়েব ডেস্ক: জেলে হেরোইন না মেলায় আত্মহত্যার চেষ্টা করলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী। জেলে হেরোইন ঢোকা নিয়ে ইদানিং কড়াকড়ি করেছে জেল কর্তৃপক্ষ। বেড়েছে নজরদারি। সেইজন্য জেলের ভিতরে আর নিজেদের নেশার প্রয়োজনীয় জিনিস পাচ্ছে না বন্দিরা। ঘটনাটি ঘটেছে আলিপুর সেন্ট্রাল জেলে। জেল হাসপাতালের চার নম্বর ওয়ার্ডের শৌচাগারে আত্মহত্যার চেষ্টা করেন শোয়েব আলি নামে ওই আসামী। হাবিব নামে অন্য এক আসামী তাকে বাঁচায়।

এর পর চিকিত্‍সার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শোয়েবকে। চিকিত্‍সার পর ওই আসামীকে ফের আলিপুর সেন্ট্রাল জেলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই
ঘটনার পর থেকে জেলের মধ্যে আরও নজরদারি বাড়ানো হয়েছে। যাতে অন্য কেউ আবার এমন আত্মহত্যার চেষ্টা না করতে পারে।

.