Bruno Missing Case: হাইকোর্টের নির্দেশে অবশেষে নিজের ঘরে ফিরছে ব্রুনো

ঘটনার সূত্রপাত্র ১৪ ডিসেম্বরে। সেদিন কলকাতায় গল্ফগ্রীন এলাকা থেকে হারিয়ে যায় ফ্রেঞ্চ ম্যাস্টিক প্রজাতির একটি সারমেয়। নাম, ব্রুনো

Updated By: Mar 30, 2022, 01:48 PM IST
Bruno Missing Case: হাইকোর্টের নির্দেশে অবশেষে নিজের ঘরে ফিরছে ব্রুনো

নিজস্ব প্রতিবেদন: ডিভিশন বেঞ্চের রায়ে শেষপর্যন্ত নিজের ঘরে ফিরছে পোষ্য ব্রুনো। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, নিজের ঘরেই ফিরিয়ে দিতে হবে ব্রুনোকে। 

উল্লেখ্য, এর আগে ব্রুনোকে তার ঘরে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় দেবশ্রী রায় ফাউন্ডেশন।

মামলার শেষে আইনজীবীরা প্রধান বিচারপতিকে ধন্যবাদ দিয়ে বলেন, খুব কম এই ধরনের মামলার শুনানির সৌভাগ্য হয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, মধ্যপ্রদেশে থাকাকালীন এরকম একটি মামলা তিনি শুনেছিলেন। তবে সেটি ছিল একটি পোষ্য হাতির মামলা।

ঘটনার সূত্রপাত্র ১৪ ডিসেম্বরে। সেদিন কলকাতায় গল্ফগ্রীন এলাকা থেকে হারিয়ে যায় ফ্রেঞ্চ ম্যাস্টিক প্রজাতির একটি সারমেয়। নাম, ব্রুনো। ৪ দিন পর আড়াই বছরের পোষ্যের নামে থানায় অভিযোগ দায়ের করেন সুকন্যা মিরবাহার নামে এক মহিলা। পরে ফেসবুক দেখে তিনি জানতে পারেন, কুকুরটিকে উদ্ধার করা হয়েছে হাওড়ার পাঁচলায়! দেবশ্রী রায় ফাউন্ডেশনে রয়েছে সে। কারণ মালিকের খোঁজ মেলেনি।

দেবশ্রী রায় ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন সুকন্যা। কিন্তু পোষ্যকে ফিরে না পেয়ে শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। দেবশ্রী রায় ফাউন্ডেশনের তরফে আদালতকে জানানো হয়, 'ব্রুনোর কোনও যত্ন নেননি তার মালিক। সারমেয়টিকে ভ্যাকসিন দেওয়া হয়নি। এমনকী, নামানো হয়নি ডগ-শোতেও! সেক্ষেত্রে মামলকারীই যে মালিক, তার প্রমাণ কোথায়'? প্রশ্ন ওঠে, ব্রুনো কি করে একা একা ৪০ কিমি পথ পাড়ি দিল? কিন্তু ব্রুনোকে তারা মালিককে ফিরিয়ে দিতে নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। 

তাহলে কেন হস্তাস্তরের নির্দেশ? জানা গিয়েছে, আদালতে মামলাকারী সুকন্যা মিরবাহারকে দেখে ল্যাজ নেড়েছিল ব্রুনো। যেন 'বন্ধু' খুঁজে পেয়েছে! তা দেখেই পোষ্যকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ না মানলে দেবশ্রী রায় ফাউন্ডেশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, আদালতের ওই আদেশকে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় দেবশ্রী রায় ফাউন্ডেশন। 

আরও পড়ুন-হরিচাঁদ হলেন 'হরিচন্দ্র', মতুয়া ধর্মগুরুর 'ভুল' নাম টুইট রাজ্যপালের! বিদ্রুপ নেটিজেনদের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.