চিকিত্সকদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে সমালোচনা প্রাক্তন অর্থমন্ত্রীর
রাজ্য সরকার সংবিধান, আইন, প্রথা কিছুই মানছে না। এর প্রভাব পড়ছে সরকারি স্বাস্থ্য পরিষেবাতেও। চিকিত্সক সংগঠনের সম্মেলনে এমনই অভিযোগ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র। মুখ্যমন্ত্রীর কাজের পদ্ধতিরও সমালোচনা করেন তিনি। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী।
রাজ্য সরকার সংবিধান, আইন, প্রথা কিছুই মানছে না। এর প্রভাব পড়ছে সরকারি স্বাস্থ্য পরিষেবাতেও। চিকিত্সক সংগঠনের সম্মেলনে এমনই অভিযোগ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র। মুখ্যমন্ত্রীর কাজের পদ্ধতিরও সমালোচনা করেন তিনি। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী।
রবিবার, আর জি কর মেডিক্যাল কলেজে সম্মেলনের আয়োজন করে সরকারি চিকিত্সকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টরস।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী-সহ বর্তমান রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি।
রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন অর্থমন্ত্রী। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নীতিরও সমালোচনা করেন অশোক মিত্র।
গত দুদশকে জাতীয় আয় বাড়লেও বাড়েনি কর্মসংস্থান। বেড়েছে আয়-বৈষম্য। এমনই অভিমত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর। কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতিকে এর জন্য দায়ী করেছেন তিনি।