`গুরুদেব` বলে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে অভিনন্দন জানালেন শিষ্য আরাবুল
আজই নতুন শিক্ষামন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করলেন পার্থ চ্যাটার্জি। শিক্ষামন্ত্রী দফতরে আসার আগেই উপস্থিত ছিলেন `শিক্ষাঙ্গনের দস্যি ছেলে` আরাবুল ইসলাম। এর আগে স্কুল-কলেজে আরাবুলের শিক্ষায় নৈরাজ্য নজির সৃষ্টি করেছে। ২৪ ঘণ্টার সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ``আপনি এখানে?`` তিনি হাসিমুখে সহজ উত্তর দেন, "আজকে এলাম। গুরুদেব আসছে, তাই এসেছি। কেন, এখানে আসার বারন আছে?"
আজই নতুন শিক্ষামন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করলেন পার্থ চ্যাটার্জি। শিক্ষামন্ত্রী দফতরে আসার আগেই উপস্থিত ছিলেন `শিক্ষাঙ্গনের দস্যি ছেলে` আরাবুল ইসলাম। এর আগে স্কুল-কলেজে আরাবুলের শিক্ষায় নৈরাজ্য নজির সৃষ্টি করেছে। ২৪ ঘণ্টার সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ``আপনি এখানে?`` তিনি হাসিমুখে সহজ উত্তর দেন, "আজকে এলাম। গুরুদেব আসছে, তাই এসেছি। কেন, এখানে আসার বারন আছে?"
`গুরুদেবকে` অভ্যর্থনা জানাতে এসেছিলেন। কিন্তু `গুরুদেব` অর্থাৎ রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কি শিষ্যের আসাকে ঠিক মেনে নিতে পেরেছেন! এবিষয়ে মুখ খুলতে চাননি তিনি।
কলেজে শিক্ষিকাকে জগ ছোঁড়ার অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে শিক্ষিকাকে কটুক্তির অভিযোগ তৃণমূলের কাছে বরাবরই অস্বস্তির কারণ হয়ে উঠেছেন আরাবুল। তবে একথা স্পষ্ট, আজ শিক্ষামন্ত্রীকে বিব্রত করে তুলেছিল হঠাৎ উপস্থিতি ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলামের।