আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এপিজে কলকাতা সাহিত্য উত্‍সব

ষষ্ঠ কলকাতা সাহিত্য উত্‍সবের আয়োজন করতে চলেছে এপিজে গ্রুপ। আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি আয়োজিত হবে একেএলএফ ২০১৫ (Apeejay Kolkata Literary Festival)।

Updated By: Jan 12, 2015, 04:22 PM IST
আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এপিজে কলকাতা সাহিত্য উত্‍সব

ওয়েব ডেস্ক: ষষ্ঠ কলকাতা সাহিত্য উত্‍সবের আয়োজন করতে চলেছে এপিজে গ্রুপ। আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি আয়োজিত হবে একেএলএফ ২০১৫ (Apeejay Kolkata Literary Festival)।

এক নজরে দেখে নেব এবারের সাহিত্য উত্‍সবের মূল আকর্ষণ-

পণ্ডিত জহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রয়েছে বিশেষে আলোচনা সভার আয়োজন। ভারতীয় জাদুঘরের ২০০ বছর উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষে আলোচনা 'Creating and sustaining Inidia's Culural Heritage'।

এছাড়াও নিজেদের বই উন্মোচন করবেন শশী থারুর, সাদ বিন জঙ্গ, ডেভিড দাভিদর, জন এলিয়ট। ভিক্রম শেঠের রচিত শ্রতিনাটক মঞ্চে উপস্ছাপনা করবেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, হিবা শাহ ও কেনি দেশাই। এছাড়াও রয়েছে পড়ুয়া, প্রাপ্তবয়স্ক ও প্রথম উপন্যাসের জন্য কমল ধরা একাধিক লেখকের প্রচেষ্টা রিডরাইট (ReadRIte), আ স্টুডেন্ট লিটফেস্ট (a student litfet), দ্য হিরো ইন মি (The Hero in Me)। রয়েছে বিভিন্ন ব্লগার কনটেস্ট ও আরও অনেক কিছু।

রয়েছে ভারত ও ইউরোপ মহাদেশের ক্রাইম লেখকদের সঙ্গে বিশেষ আলোচনাও।

 

.