Anubrata Mondal: নেই তথ্যপ্রমাণ, বেকসুর খালাস পেলেন অনুব্রত!

Anubrata Mondal:  গোরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে জেলবন্দি তিনি। খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন। আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন তিনি।

Updated By: Sep 9, 2022, 02:01 PM IST
Anubrata Mondal: নেই তথ্যপ্রমাণ, বেকসুর খালাস পেলেন অনুব্রত!

অয়ন ঘোষাল: বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। ৫ মার্চ ২০১০ সালের মঙ্গলকোট মামলা। ভোট পরবর্তী সেই অশান্তি মামলাতেই বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। আর বেকসুর খালাস পাওয়ার পরই অনুব্রত মণ্ডল বললেন, 'সত্যের জয়। আগে আগে দেখতে যাও...' প্রসঙ্গত, ৫ মার্চ ২০১০ সালের মঙ্গলকোট মামলায় মোট অভিযুক্ত ১৫ জন। তারমধ্যে একজনের আগেই মৃত্য়ু হয়েছে। বাকি ১৪ জনকেই এদিন বেকসুর খালাস দিল বিধাননগর এমপি-এলএ আদালত। উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবেই সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়। 

প্রসঙ্গত, গোরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে জেলবন্দি তিনি। খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন। আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন তিনি। এদিন সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় বিধাননগর এমপি-এলএ আদালতে। মঙ্গলকোট মামলার রায় ঘোষণার পর আবার তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আসানসোল সংশোধনাগারে। উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলকোট মামলায় বিধাননগর এমপি-এলএ আদালতে হাজিরা দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেষ্ট বলেন, 'সময় মতো মুখ খুলব গোরুপাচার কাণ্ড নিয়ে। এখন কিছু বলব না। সময় হলে সব বলব।' তার আগে পঞ্চায়েত ভোট নিয়ে তাঁর মন্তব্যে বিতর্ক ছড়ায়। 'সামনেই তো পঞ্চায়েত ভোট। কেমন হবে সেই পঞ্চায়েত ভোট?' সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তখন অনুব্রত বলেন,'ব্যাপক'! যারপরই উসকে ওঠে জল্পনা। এদিনও মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পাওয়ার পর তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'আগে আগে দেখতে যাও...'

আরও পড়ুন, Baguihati Double Murder Prime Accused Arrest: গ্রেফতার ছেলের খুনি সত্যেন্দ্র! 'ওকে ফাঁসি দাও', কাঁদতে কাঁদতে বললেন অতনুর মা

ঘটনাক্রমে বৃহস্পতিবারই জেলবন্দি অনুব্রতকে 'বীরের সম্মান' দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়! নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকে কেষ্টকে 'বীরের সম্মান' দিয়ে জেল থেকে ছাড়িয়ে আনার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বলেন, 'বীরভূমের কে কে আছেন, একটু উঠে দাঁড়ান দেখি। কেষ্ট না ফেরা অবধি লড়াই আরও ৩ গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন। বীরভূম জেলা হারতে জানে না। হারতে শেখেনি। কেষ্টকে বন্দি করে ভাবছে, সাংসদের আসনটা দখল করবে! সেই গুড়ে বালি। যতদিন কেষ্ট না বের হচ্ছে, লড়াই ৩ গুণ বাড়বে। ভাবছে, তৃণমূলের প্রভাবশালী নেতাদের গ্রেফতার করলেই, কর্মীরা ভয় পেয়ে যাবে!' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.