দিনেদুপুরে জনবহুল এলাকায় অবাধ দুষ্কৃতী তাণ্ডব!
বাড়ি ফাঁকা থাকার সুযোগে অবাধ দুষ্কৃতী তাণ্ডব। তাও আবার দিনেদুপুরে, ট্যাংরার মতো জনবহুল অঞ্চলে।
Updated By: Aug 13, 2016, 09:32 AM IST
ওয়েব ডেস্ক : বাড়ি ফাঁকা থাকার সুযোগে অবাধ দুষ্কৃতী তাণ্ডব। তাও আবার দিনেদুপুরে, ট্যাংরার মতো জনবহুল অঞ্চলে।
গতকাল 20/6/1 শীল লেনে এই চুরি হয়। বাইরের তালা ও দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। কার্যত তছনছ করে ফেলা হয় তিনটি আলমারি। বাড়ির লোকের দাবি, চুরি হয়েছে নগদ দেড় লক্ষেরও বেশি টাকা। সেইসঙ্গে কয়েক ভরি সোনার গয়নাও লুঠ হয়েছে বলে খবর।
পুলিসের প্রাথমিক অনুমান, দুপুর দুটো থেকে সন্ধে ছটা-সাড়ে ছটার মধ্যেই হানা দেয় চোরের দল। ওইসময় বাড়িতে কেউ ছিলেন না। এত জনবহুল একটি এলাকায় কীভাবে বাড়িতে ঢুকে, তছনছ করে বেরিয়ে গেল দুষ্কৃতীরা। এরপরও আশেপাশের কেউ ঘূণাক্ষরেও কিছু টের পেল না! কীভাবে তা সম্ভব হল, বুঝে উঠতে পারছেন না স্থানীয়রাই।