Kolkata Electrocution: শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ইলেকট্রিশিয়ানের

হরিদেবপুর, রাজাবাজার, ট্যাংরার পর এবার কড়েয়া..

Updated By: Jul 8, 2022, 08:51 PM IST
Kolkata Electrocution: শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ইলেকট্রিশিয়ানের

পিয়ালী মিত্র: ব্যবধান মাত্র তিন দিনের। শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। এবার প্রাণ গেল খোদ ইলেকট্রিশিয়ানেরই! ট্যাংরায় পর এবার কড়েয়া।

জানা গিয়েছে, মৃতের নাম জিয়াদ আহমেদ খান। বাড়ি, কড়েয়া থানা এলাকার চামরু খানসামা লেনে। পেশায় তিনি ইলেকট্রিশিয়ান। ঘড়িতে তখন সাড়ে চারটে। এদিন বিকেলে নিজের বাড়িতে বাল্ব লাগাচ্ছিলেন তিনি। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন:Mio Amore: 'মিও আমোরে'র নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা! পুলিসের জালে ৩

এর আগে, কলকাতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। তাও আবার মাত্র ৭ দিনেই। প্রথমটি ঘটনাটি ঘটে হরিদেবপুরে। সেদিন সন্ধ্যায় হাফিজ মহম্মদ ইশাক রোডে জল পেরিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল নীতীশ যাদব নামে এক কিশোর। সেই জমা জলেই ছিল বিদ্যুতের তার! বিদ্যুৎস্পৃষ্ট হয় নীতীশ। 

আরও পড়ুন: NRS: এনআরএসে জটিল অস্ত্রোপচারে আলাদা শরীর পেল যমজ ভাই

রাজাবাজারে বৃষ্টির সময়ে বাতি বাতিস্তম্ভে হাত দিয়ে ফেলেছিল এক বালক। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় সে। মঙ্গলবার ট্যাংরায় বাতিস্তম্ভে ফিডার বক্সে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। সেই আগুনেই প্রাণ হারান এক যুবক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.