সাবেকি রীতি মেনে আজও অন্নপূর্ণার আরাধনা চলেছে বাগবাজারের দত্তবাড়িতে

অন্ন দিয়ে যিনি দারিদ্র্য, দুঃখ দূর করেন, তিনিই তো মা অন্নপূর্ণা। বাগবাজারের দত্তবাড়িতে সারদা মা নিজে এসে অন্নপূর্ণা পুজোর সূচনা করেন। সেটা ছিল ১৯১২ সাল। এরপর কেটে গিয়েছে একশরও বেশি বছর। সাবেকি রীতি-রেওয়াজ মেনে আজও অন্নপূর্ণার আরাধনা করে চলেছে বাগবাজারের দত্তবাড়ি। সকালে ভোগ, রাতে আরতি।

Updated By: Apr 4, 2017, 01:50 PM IST
সাবেকি রীতি মেনে আজও অন্নপূর্ণার আরাধনা চলেছে বাগবাজারের দত্তবাড়িতে

ওয়েব ডেস্ক: অন্ন দিয়ে যিনি দারিদ্র্য, দুঃখ দূর করেন, তিনিই তো মা অন্নপূর্ণা। বাগবাজারের দত্তবাড়িতে সারদা মা নিজে এসে অন্নপূর্ণা পুজোর সূচনা করেন। সেটা ছিল ১৯১২ সাল। এরপর কেটে গিয়েছে একশরও বেশি বছর। সাবেকি রীতি-রেওয়াজ মেনে আজও অন্নপূর্ণার আরাধনা করে চলেছে বাগবাজারের দত্তবাড়ি। সকালে ভোগ, রাতে আরতি।

আরও পড়ুন চিকিত্সায় গাফিলতির জেরে নার্সিংহোমে মৃত্যুর অভিযোগ

সকাল থেকেই পুজোর আয়োজনে ব্যস্ত বাড়ির মেয়েরা। বাড়ির ছেলেদেরও বা কাজ কম কোথায়! দত্তবাড়ির মা অন্নপূর্ণা শুধু ওই বাড়িতেই আটকে থেকেছেন কোথায়? তাঁকে যে আপন করে নিয়েছেন আশপাশের বহু মানুষ। অন্নপূর্ণার আরাধনায় সামিল হয়েছেন তাঁরাও। 

আরও পড়ুন  নকল ডিম কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

.