শুধু সারদা নয়, মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনেছে অনেকেই
অ্যাঞ্জেল এগ্রিটেক। সদর দফতর মধ্য কলকাতার রয়েড স্ট্রিটে। গুরুগম্ভীর নামের আড়ালে আসলে চিটফান্ড। সদর দফতরের দেওয়াল জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি। অভিযোগ উঠেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিনেছিলেন সারদার কর্নধার। আরও অনেক চিটফান্ডের মালিক যে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনেছেন, এখন তা স্পষ্ট।
অ্যাঞ্জেল এগ্রিটেক। সদর দফতর মধ্য কলকাতার রয়েড স্ট্রিটে। গুরুগম্ভীর নামের আড়ালে আসলে চিটফান্ড। সদর দফতরের দেওয়াল জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি। অভিযোগ উঠেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিনেছিলেন সারদার কর্নধার। আরও অনেক চিটফান্ডের মালিক যে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনেছেন, এখন তা স্পষ্ট।
মধ্য কলকাতার রয়েড স্ট্রিটে অ্যাঞ্জেল এগ্রিটেক সংস্থার সদর দফতর। এগ্রিটেকের আড়ালে আসল ব্যবসা যে চিটফান্ডের, তা বোঝা যাচ্ছে দফতরের সামনে হাজির এজেন্ট ও আমানতকারীদের কথায়। অ্যাঞ্জেলের হাজার তিরিশেক এজেন্ট আছেন রাজ্যজুড়ে। আর অ্যাঞ্জেলের সদর দফতরের দেওয়ালজুড়ে মমতা ছবি। মুখ্যমন্ত্রীর আঁকা অন্তত একটি ছবি যে কিনেছেন তা জানা যাচ্ছে। এজেন্টদের মুখ থেকে অবশ্য জানা গেল আরও মারাত্মক কথা।
সারদার কর্ণধার মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনেছেন বলে আগেই অভিযোগ উঠেছে। এবার জানা গেল আরও একটি চিট ফান্ড সংস্থার মুখ্যমন্ত্রীর ছবি কেনার কথা।