আমরিকাণ্ডে ধৃত ২ অভিযুক্তের জেল হেফাজত
আজ ফের আলিপুর আদালতে হাজির করা হল আমরি হাসপাতালের দুই পদাধিকারী সত্যব্রত উপাধ্যায় ও সঞ্জীব পালকে। তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
আজ ফের আলিপুর আদালতে হাজির করা হল আমরি হাসপাতালের দুই পদাধিকারী সত্যব্রত
উপাধ্যায় ও সঞ্জীব পালকে। তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
অভিযুক্ত সত্যব্রত উপাধ্যায় ওই হাসপাতালের প্রশাসনিক কাজকর্ম দেখতেন। সঞ্জীব পাল হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে দমকলের কাছে হলফনামা জমা দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, খুব দ্রুত হাসপাতালের বেসমেন্ট থেকে স্তুপীকৃত আবর্জনা সরিয়ে নেওয়া হবে। কিন্তু আদৌ তা করা হয়নি। যার ফলস্বরূপ আমরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়।
আমরি হাসপাতালের ছয় কর্তাকে গ্রেফতারের পর সত্যব্রত উপাধ্যায় ও সঞ্জীব পালকেও গ্রেফতার করে পুলিস। ইতিমধ্যে আমরির ছয় কর্তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত সত্যব্রত উপাধ্যায় ও সঞ্জীব পালকে গত তেইশে ডিসেম্বর পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়। দু-দফায় মোট তেরো দিন পুলিস হেফাজতে ছিলেন এই দুজন। আজ তাঁদের ফের আদালতে হাজির করে দুজনের জামিনের বিরোধিতা করবে সরকারপক্ষ।