মমতাকে ফোন শাহের, আমফান পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাস

কুশল বিনিময়ের পর রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হয় দুজনের।

Reported By: অঞ্জন রায় | Updated By: May 21, 2020, 03:51 PM IST
মমতাকে ফোন শাহের, আমফান পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাস

নিজস্ব প্রতিবেদন: টুইটে রাজ্যকে সহযোগিতার বার্তা দিয়েছিলেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফোনে সবরকম সাহায্যের আশ্বাস দেন।

এদিন টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন,''প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি দায়বদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। মানুষের পাশে থাকতে মোতায়েন রয়েছে এনডিআরএফ। পশ্চিমবঙ্গ ও ওডিসার নাগরিকদের ঘরে থাকার আবেদন করছি। সকলের নিরাপত্তা ও সুস্থতার কামনা করছি। 

ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন অমিত শাহ। কুশল বিনিময়ের পর রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হয় দুজনের। সবরকম সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ টুইটারে লেখেন, ''আমফান পরিস্থিতির উপর আমরা নজর রেখে চলেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলে সম্ভাব্য সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছি।''  

গতকালই নবান্নে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন,''এর আগে আয়লা হয়ে গিয়েছিল। ফণীতেও সাহায্য করেছি প্রচুর মানুষকে। একদিকে কোভিডের কারণে অর্থনৈতিক কাজকর্ম বন্ধ। অর্থ নেই বললেই চলে। আজ চোখের সামনে যে ধ্বংস দেখলাম, এই তাণ্ডব থেকে রেহাই পেতে গেলে মানুষকে সাথে নিয়ে লড়াই করতে হবে। কেন্দ্রের কাছে আবেদন, রাজনীতির না দেখে মানবিকতা দিয়ে দেখুন।''  

আরও পড়ুন- ধ্বংস করে দিয়ে গেল, আমফানের তাণ্ডবের পর 'স্তম্ভিত' মুখ্যমন্ত্রী

.