Amit Malviya: 'রাজ্য়ের আমলারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, মমতার গতিবিধির খবর দিচ্ছেন'

Amit Malviya: ভয় দেখাতেই এই সব বৈঠকগুলি করা হয়েছে। উনি জানেন পশ্চিমবঙ্গের পুরো আমলাতন্ত্রের খবর ফাঁস হয়ে যাচ্ছে। 

Updated By: Jun 15, 2024, 04:37 PM IST
Amit Malviya: 'রাজ্য়ের আমলারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, মমতার গতিবিধির খবর দিচ্ছেন'

মৌমিতা চক্রবর্তী: 'রাজ্যের নেতারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।' এক্সে বিস্ফোরক বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। 'আমলারা নিয়মিত মমতার পদক্ষেপের বিষয়ে আমাদের জানাচ্ছেন। ভোটের ফলের পর একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তার মধ্যে উল্লেখযোগ্য আমলাদের সঙ্গে ও বণিকসভার সঙ্গে বৈঠক। ওই বৈঠকে মোবাইল ফোন ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না।' এক্স হ্যান্ডেল কটাক্ষ অমিত মালব্যর। 

তিনি আরও দাবি করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের তলার মাটি হারাচ্ছেন আর সেটা তিনি খুব ভালো মতো জানেন।' অমিত মালব্যর আরও দাবি, 'ভয় দেখাতেই এই সব বৈঠকগুলি করা হয়েছে। উনি জানেন পশ্চিমবঙ্গের পুরো আমলাতন্ত্রের খবর ফাঁস হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ক্যাডারের আমলারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গতিবিধির খবর দিচ্ছেন।' অমিত মালব্য আরও লিখেছেন যে, 'একজন আমলা যেমন বলেছেন, আমি কখনও ভাবিনি যে জ্যোতিবাবু ক্ষমতাচ্যুত হবেন। কিন্তু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ক্ষেত্রেও শুধু সময়ের অপেক্ষা।' 

এইসব বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্য়ায় হারানো জমি পুনরুদ্ধার করতে পারবেন না বলেও দাবি করেছেন অমিত মালব্য়। এই ঘটনায় পালটা অমিত মালব্যকে একহাত নিয়ে তোপ দেগেছেন তৃণমূল নেতা শান্তনু সেন।  তিনি পালটা কটাক্ষ করেন, 'অমিত মালব্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। অভিযোগ করেছেন তাঁরই দলের এক নেতা। ওই নেতা বলেছেন, পাঁচতারা হোটেলে অমিত মালব্য মহিলা সাপ্লাই দিতে হত।'

আরও পড়ুন,  BJP Committee for Bengal: ভোট পরবর্তী হিংসা কেবল বাংলাতেই! ৪ সদস্যের বিজেপি দল রাজ্যে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.