ধরনায় বসতে রাজধানী গেলেন অম্বিকেশ, শিলাদিত্য, হৃদয়রা

Updated By: Dec 7, 2014, 05:21 PM IST
ধরনায় বসতে রাজধানী গেলেন অম্বিকেশ, শিলাদিত্য, হৃদয়রা

বাংলায় আক্রান্তরা এবার দিল্লির দরবারে। দিল্লির যন্তরমন্তরে ধরনা দিতে আজ দিল্লি গেলেন অম্বিকেশ মহাপাত্র, হৃদয় ঘোষ, শিলাদিত্য চৌধুরীরা। সকাল সোয়া আটটায় তাঁরা রওনা হন দিল্লির উদ্দেশে।

আগামিকাল যন্তর মন্তরে ধরনা। দরবার করবেন রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কার্টুনই হোক বা মুখ্যমন্ত্রীর জনসভায় চাষের বীজের দাম বাড়া নিয়ে প্রশ্ন তোলা। সবেতেই ফল হয়েছে হাজত বাস। কার্টুন কাণ্ডে রাজরোষের শিকার যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বা বেলপাহাড়ির শিলাদিত্যদের প্রতিবাদ কিন্তু থেমে থাকেনি। হাতে হাত ধরে তাঁরা গড়ে তুলেছেন নতুন মঞ্চ আমরা আক্রান্ত। সুবিচারের আশায় সেই মঞ্চেই এসে দাঁড়িয়েছেন কামদুনির বাসিন্দারা। বাদ যাননি সুটিয়া গণধর্ষণে কাণ্ডের প্রতিবাদী মুখ বরুণ বিশ্বাসের পরিবারও। এবার তাদের সেই প্রতিবাদ তাঁরা পৌছে দেবেন দিল্লির দরবারে।

আমরা আক্রান্তর প্রতিনিধি দলেই রয়েছেন পারুইয়ে নিহত সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ, বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, এনআরএসে নিহত কোরপান শাহের পরিবার। রয়েছেন ইব্রাহিম সিদ্দিকিও। কামদুনি কাণ্ডের পর থেকেই প্রতিমাসের সাত তারিখ নির্যাতিতার স্মৃতিতে স্মরণসভা করে আসছেন আন্দোলনকারীরা। দিল্লির পথে  ট্রেনের  ভেতরই সেই স্মরণ সভা করেন আমরা আক্রান্তর সদস্যরা।

 

.