আলিপুর থানা হামলায় ধৃত ৫ জনের জেল হেফাজত
আলিপুর থানায় হামলার ঘটনায় ধৃত ৫ জনের আঠারো তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। কিন্তু অভিযুক্তরা কেউই বিধান রায় কলোনীর বাসিন্দা নয়। তা হলে কি মুখ রক্ষা করতেই আসল অপরাধীদের ছেড়ে এঁদের গ্রেফতার করল পুলিস? উঠছে প্রশ্ন।থানায় হামলার ঘটনায় তাঁদের কলোনির কেউ যুক্ত নয়। শনিবার সকাল থেকে কলোনি কমিটির তরফে এই দাবি উঠছিল।
কলকাতা: আলিপুর থানায় হামলার ঘটনায় ধৃত ৫ জনের আঠারো তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। কিন্তু অভিযুক্তরা কেউই বিধান রায় কলোনীর বাসিন্দা নয়। তা হলে কি মুখ রক্ষা করতেই আসল অপরাধীদের ছেড়ে এঁদের গ্রেফতার করল পুলিস? উঠছে প্রশ্ন।থানায় হামলার ঘটনায় তাঁদের কলোনির কেউ যুক্ত নয়। শনিবার সকাল থেকে কলোনি কমিটির তরফে এই দাবি উঠছিল।
মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য দাবি করেছেন আক্রান্ত হয়নি পুলিস
পুলিস অবশ্য এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে শনিবার রাতেই। ঘটনা চক্রে ধৃতদের কেউই ওই কলোনির বাসিন্দা নয়।
প্রশ্ন উঠছে পুলিস যাঁদের গ্রেফতার করলেন তাঁদের পরিচয় নিয়েই।