অবসর নিলেন আলাপন, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ Mamata-র
মুখ্যমন্ত্রী জানান,''উনিই আমার কাছে অবসর নেওয়ার জন্য অনুমতি চান। সেই অনুমতি আমি দিয়েছি।''
নিজস্ব প্রতিবেদন: কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আজ, ৩১ মে। মুখ্যমন্ত্রীর আর্জিতে সাড়া দিয়ে ৩ মাস পর্যন্ত তাঁর মেয়াদ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু টানাপোড়েনের মাঝে 'এক্সটেনশন' নিলেন না আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandopadhyay)। নির্দিষ্ট সময়ে অবসর নিলেন তিনি। তবে তাঁকে এখনই ছাড়ছেন না মুখ্যমন্ত্রী। আগামিকাল থেকে আলাপনকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩ বছরের জন্য তাঁকে উপদেষ্টা করা হল। এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান,''উনিই আমার কাছে অবসর নেওয়ার জন্য অনুমতি চান। সেই অনুমতি আমি দিয়েছি।''
মুখ্যসচিব অবসর নেওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। মুখ্যমন্ত্রী বলেন,''১ জুন থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তাঁর মেয়াদ হবে ৩ বছরের। মুখ্যমন্ত্রীকে নীতি সংক্রান্ত বিষয়ে উপদেশ দেবেন। আড়াই লক্ষ বেতন ও অন্যান্য ভাতা স্থির করা হয়েছে।''
আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandopadhyay) বদলি-চিঠি রাজনৈতিক প্রতিহিংসা বলে আরও একবার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,''রাজ্যের শীর্ষ আমলাকে আপনি ডেকে নিলেন। ৭৪ বছরের ইতিহাসে এটা হয়নি। এটা লজ্জার ব্যাপার। কী কারণে মুখ্যসচিবকে যোগ দিতে তা জানানো হয়নি চিঠি।কেন্দ্র-রাজ্য আলোচনার কথা বলা রয়েছে বিধিতে। আলোচনা করা হয়নি। প্রতিশোধমূলক আচরণ এটা। এতটা নির্দয়, নির্মম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি। ওরা মমতার বিরুদ্ধে তাই মুখ্যসচিবকে আক্রমণ করছে।''
আরও পড়ুন- অবসর নিলেও আলাপনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র