জামিনে মুক্ত আকাশ
সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা না করায় জামিন পেলেন মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়। জামিন পেয়েছেন তাঁর ৩ সঙ্গীও। ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আজ আলিপুর আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা না করায় জামিন পেলেন মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়। জামিন পেয়েছেন তাঁর ৩ সঙ্গীও। ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আজ আলিপুর আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
বুধবার, পুলিসকর্মীদের মারধরের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভাইপো ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে খিদিরপুর মোড়ে ট্র্যাফিক আইন ভাঙা নিয়ে পুলিসকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আকাশ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর তিন সঙ্গী নীতীশ সিং, অমিত মিশ্র ও মহম্মদ ফারমুদ্দিন।
অভিযোগ, এরপরই কর্তব্যরত পুলিসকর্মীদের মারধর করেন তাঁরা। ওইদিনই, ৪ জনকে গ্রেফতার করে ওয়াটগঞ্জ থানার পুলিস। আটক করা হয় তাঁদের গাড়িটিও। ধৃতদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধাদানের অভিযোগে তিনশো তিপান্ন ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার, আদালতে তোলা হলে চারজনকেই একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
শুক্রবার ফের তাঁদের আদালতে তোলা হয়। এদিন, সরকারি আইনজীবী চারজনের জামিনের বিরোধিতা করেননি। অভিযুক্তের আইজনজীবী জামিনের আবেদন জানান। তিনি দাবি করেন, ধৃতরা সকলেই কমবয়সী। কেউ দাগী অপরাধী নন। পালিয়ে না গিয়ে তাঁরা পুলিসকে সহযোগিতা করতে প্রস্তুত। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৩ ধারায় মামলা রুজু করারও বিরোধিতা করেন তাঁদের আইনজীবী। এরপর, আলিপুর আদালতের বিচারক সুপর্ণা ঢালি চৌধুরী চারজনের জামিন মঞ্জুর করেন।
১৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।