এখনও অচল আহিরীটোলা ঘাটের জেটি, চলছে মেরামতির কাজ

ইতিমধ্যেই জেটির ডুবে যাওয়া অংশ তুলে যথাস্থানে রাখা হয়েছে। সূত্রের খবর, যত শীঘ্রই সম্ভব যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হবে আহিরীটোলা ঘাটের জেটি। 

Updated By: Sep 3, 2019, 12:21 PM IST
এখনও অচল আহিরীটোলা ঘাটের জেটি, চলছে মেরামতির কাজ

নিজস্ব প্রতিবেদন: আহিরীটোলা ঘাটের দুর্ঘটনার পর দু-দিন কেটে গিয়েছে। এখনও অচল আহিরীটোলার জেটি ঘাট। যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে জেটির গেটও। জানা গিয়েছে, যদিও পুরোদমেই চলছে ভেঙে যাওয়া জেটি মেরামতির কাজ। ইতিমধ্যেই জেটির ডুবে যাওয়া অংশ তুলে যথাস্থানে রাখা হয়েছে। সূত্রের খবর, যত শীঘ্রই সম্ভব যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হবে আহিরীটোলা ঘাটের জেটি। 

ঘটনায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। তাঁদের কথা ভেবেই কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা চলছে। উল্লেখ্য, গত রবিবার সকাল ১২ টা নাগাদ তীব্র বেগে বান আসায় ভেঙে যায় জেটি। জোয়ারের জলের তোড়ে ভেসে যায় মূল জেটির অংশটি। ঘটনায় গুরুতর জখম হন ২ জন। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। 

সেদিন খবর পেয় ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর বিজয় উপাধ্যায়। আসেন বিধায়ক শশী পাঁজা। গোটা বিষয়টি খতিয়ে দেখে ফুট ব্রিজ দ্রুত মেরামতির আশ্বাস দেন তাঁরা। এরপর জেটির মেরামতির কাজ শুরু করেছে রিভার পুলিস।

আরও পড়ুন: জোয়ারে আহিরীটোলা ঘাটের জেটি ভেঙে বিপত্তি, জখম ২

উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত জেটি হওয়ায় প্রতিদিন এই জেটি দিয়ে পারাপার করেন অসংখ্য নিত্যযাত্রী। রবিবার হওয়ায় এদিন যাত্রী সংখ্যা কম ছিল কাজেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Tags:
.