``কমিশন সুন্দরী মহিলা``, লিঙ্গবৈষম্য মূলক মন্তব্য এজির

আজ কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন জনিত মামলার শুনানিতে লিঙ্গ বৈষম্য মূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন অ্যাডভোকেট জেনারেল। কমিশনের বিভিন্ন দাবির প্রেক্ষিতে তিনি কটাক্ষ করে বলেন ``সুন্দরী মহিলাদের মত নিত্যনতুন বায়ানাক্কা কমিশনের।`` অ্যাডভোকেট জেনেরালের এই মন্তব্য ঘিরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সব মহলে। কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল এই মন্তব্যকে কমিশনের পক্ষে অবমাননাকর বলে মন্তব্য করেছেন। এজলাসে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও নিজের মন্তব্যে অনড় থেকে যান স্বয়ং এজি।

Updated By: Jun 4, 2013, 02:10 PM IST

আজ কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন জনিত মামলার শুনানিতে লিঙ্গ বৈষম্য মূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন অ্যাডভোকেট জেনারেল। কমিশনের বিভিন্ন দাবির প্রেক্ষিতে তিনি কটাক্ষ করে বলেন ``সুন্দরী মহিলাদের মত নিত্যনতুন বায়ানাক্কা কমিশনের।`` অ্যাডভোকেট জেনেরালের এই মন্তব্য ঘিরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সব মহলে। কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল এই মন্তব্যকে কমিশনের পক্ষে অবমাননাকর বলে মন্তব্য করেছেন। এজলাসে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও নিজের মন্তব্যে অনড় থেকে যান স্বয়ং এজি।
এজির এই মন্তব্যে তীব্র বিরোধিতা করেছেন বহু বিশিষ্ট মানুষরা। তাঁরা এই মন্তব্যকে মহিলাদের প্রতি অবমাননাকর বলে মনে করছেন।
পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য কমিশনের দাবিমত বাহিনী দিতে হবে রাজ্যকে। আজ এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বাইশে মে রাজ্যকে ভোটপর্ব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কত বাহিনী দরকার তার তালিকা তুলে দেয় কমিশন। ওই তালিকা অনুযায়ী বাহিনীর ব্যবস্থা রাজ্যকে করতে হবে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট
শুধু তাই নয়, চোদ্দই মে ডিভিশন বেঞ্চ ভোটের দিন বিভিন্ন বুথের নিরাপত্তা সংক্রান্ত যে নির্দেশ দেয়, সেই নির্দেশিকাও দুপক্ষকে পালন করতে বলেছে হাইকোর্ট। একইসঙ্গে রাজ্যকে বাকি চল্লিশ জন পর্যবেক্ষকের তালিকাও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের আবেদন অনুযায়ী বকেয়া টাকার বিষয়ে রাজ্যের তরফে বলা হয়, ইতিমধ্যেই ৪৮ কোটি ৮১ লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। তবে নির্বাচন পরিচালনায় কার মতামত গুরুত্ব পাবে, সেই আর্জির শুনানি পঞ্চায়েত নির্বাচনের পরে হবে বলে জানিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

.